New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/jet-airways.jpg)
জেট ছাড়লেন সিইও
জেট এয়ারওয়েজের ডেপুটি চিফ এক্জিকিউটিভ এবং চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) পদত্যাগ করার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার পদত্যাগ করেন সিইও বিনয় দুবে। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি।
Advertisment
বন্ধ হয়ে যাওয়া জেট এয়ার ওয়েজের চিফ ফিনান্সিয়াল অফিসার অমিত আগরওয়াল সোমবার পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগ লাগু হয়েছে সোমবার থেকেই। এর পরেই পদত্যাগ করলেন দুবে। তিনিও পদত্যাগপত্র জমা দেওয়ার মুহূর্ত থেকেই তা লাগু হওয়ার কথা জানিয়েছেন।
জেট এয়ারওয়েজ বন্ধ হওয়ার পর বড় ধরনের পদত্যাগ এই নিয়ে দ্বিতীয় বার ঘটল।
স্টক এক্সচেঞ্জে বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বিনয় দুবে ব্যক্তিগত কারণে এই মুহূর্ত থেকেই পদত্যাগ করেছেন।
Advertisment
জেট এয়ারওয়েজ এপ্রিলের মাঝামাঝি থেকে তাদের পরিষেবা বন্ধ রেখেছে।
Read the Full Story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us