অত্যাধুনিক সামরিক সম্ভারে সজ্জিত হতে চলেছে ভারতীয় সেনা। সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীকে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে পুরোদমে। সীমান্তে সেনাদের হাতে অত্যাধুনিক অস্ত্র, ড্রোন, থেকে শুরু করে সামরিক সম্ভার তুলে দিতে চলেছে প্রতিরক্ষামন্ত্রক।এই সকল সামরিক সরঞ্জামের ব্যবহার সেনাদের আরও শক্তিশালী করে তুলবে। কঠিন পরিস্থিতিতেও আরও বেশি দ্রুততার সঙ্গে কাজ করতে পারবে ভারতীয় সেনাবাহিনী। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উচ্চতায়, ভারতীয় সেনা এই সকল অত্যাধুনিক সামরিক সম্ভার ব্যবহার করে ‘বজ্রের গতিতে’ এক জায়গা থেকে অন্য জায়গায় মুহুর্তেই যেতে পারবে। সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় এবং চিনা সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চরমে।
ডোকলাম বিরোধ ছাড়াও অরুণাচল প্রদেশে দুই দেশের সেনাবাহিনী সম্প্রতি এক অপরের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহসীকতায় চিনা বাহিনী পিছু হটতে বাধ্যহয়। একইসঙ্গে এই অঞ্চলে নির্মাণকাজ ত্বরান্বিত করার কাজ করেছে ভারতীয় সেনাবাহিনী। বিশেষ বিষয় হল এই সমস্ত পণ্য মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে তৈরি ও ক্রয় করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করার ক্ষেত্রে এই ধরণের অত্যানুধিক সামরিক সম্ভার চমকে দেবে বিশ্বের তামাম শক্তিশালী দেশগুলিকেও।জেটপ্যাক স্যুট, পোর্টেবল হেলিপ্যাড থেকে শুরু করে লক্ষ্যে নির্ভূল অত্যাধুনিক অস্ত্র। আগামী ২ বছরের মধ্যেই ঢেলে সাজতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।
২০১৬সালে প্রতিষ্ঠিত, আর্মি ডিজাইন ব্যুরো (ADB) শিল্প, এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) যৌথভাবে সেনাবাহিনীর জন্য দেশীয় প্রযুক্তির একাধিক অত্যাধুনিক সামরিক সম্ভার নিয়ে আসার প্রচেষ্টা শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনের একটি বিস্তৃত পরিসর, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স সিস্টেম, সফ্টওয়্যার রেডিও, জেটপ্যাক স্যুট, দ্রুত টহল বোট এর মত বিশেষ প্রযুক্তি সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলবে। একই সঙ্গে লাইটওয়েট আর্মার, মনুষ্যবিহীন গ্রাউন্ড ভেহিকেল, সহ একাধিক সামরিক অস্ত্র সম্ভার আগামী দুই বছরের মধ্যে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে।
কর্মকর্তারা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন প্রথম তিনটি ধাপে ৬৬০০কোটি টাকার ৬৮টি স্কিম স্বাক্ষরিত হয়েছে এবং চতুর্থ ধাপের অংশ হিসাবে, ১৬০০ কোটি টাকার ৪৯টি স্কিম স্বাক্ষরিত হয়েছে।গত তিন বছরে সরকার বিভিন্ন প্রতিরক্ষা প্ল্যাটফর্মের জন্য জরুরি সরঞ্জাম ক্রয় ইতিমধ্যেই শুরু করেছে।