Jharkhand Mysterious Death: মাত্র ১৫ দিনের ফারাক, দিল্লির বুরারির মতোই দিন শুরু হল ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায়। এবার ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি অ্যাপার্টমেন্টে মিলল একই পরিবারের ছয়জনের দেহ। মৃতদের মধ্যে দু’জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। এ ঘটনা গণআত্মহত্যা বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। বাড়ির বড়রাই প্রথমে দুই শিশুকে হত্যা করে নিজেরা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাজারিবাগ সদরের খাজাঞ্চি তলব এলাকায় সিডিএম অ্যাপার্টমেন্টের চতুর্থ তল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন নরেশ মাহেশ্বরী নামের এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি থেকেই আরও পাঁচটি দেহ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন, নরেশের বাবা মহাবীর মাহেশ্বরী(৭০), মা কিরণ দেবী(৬৫), স্ত্রী প্রীতি মাহেশ্বরী(৪০) ও দুই শিশু আমন(৮) ও আনভি(৬)।
ঘর থেকে নরেশের বাবা, মা ও স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। একই ঘর থেকে মহাবীর ও আমনের দেহ মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমনের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটা দাগ রয়েছে। একটি সোফায় আনভির দেহ মিলেছে। অন্যদিকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় নরেশের মায়ের মৃত্যু হলেও, তাঁর দেহ বিছানা থেকে উদ্ধার করা হয়েছে। কিরণের মৃত্যুর পর বিছানাতে তাঁকে রেখে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন নরেশের স্ত্রী, এমনটাই মনে করছে পুলিশ।
আরও পড়ুন, দিল্লিতে একই পরিবারের ১১ জনের রহস্যমৃত্যু!
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটের সূত্র ধরে পুলিশ জানতে পেরেছে যে, মৃতদের ড্রাই ফ্রুটের ব্যবসা ছিল এবং তা লাটে ওঠার পর থেকেই আর্থিক দুরবস্থার শিকার হয়েছিলেন তাঁরা। এমনকি, তাঁদের ঘাড়ে লক্ষাধিক টাকা ঋণের বোঝা ছিল বলে জানতে পেরেছে পুলিশ।