Spanish vlogger raped in Jharkhand: ঝাড়খণ্ডের দুমকায় স্প্যানিশ মহিলাকে গণধর্ষণের ঘটনায় কার্যত ঝড় উঠেছে দেশজুড়ে। স্বামীর সঙ্গে ভারতে ঘুরতে হয় মর্মান্তিক অভিজ্ঞতার মুখে পড়তে হয় ওই মহিলাকে। এই ঘটনার নিন্দার মুখ খুলেছেন সেলেব থেকে শুরু করে সাধারণ মানুষজন।
১ লা মার্চ ঝাড়খণ্ডের দুমকায় যৌন নির্যাতনের শিকার হন ওই স্প্যানিশ মহিলা। পুলিশের কাছে অভিযোগে স্প্যানিশ ওই ট্রাভেল ভ্লগার মহিলা। সেদিনের রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। আড়াই ঘণ্টা ধরে চলে মহিলার উপর নারকীয় অত্যাচার। এফআইআরে এমনটাই অভিযোগ করেছেন ওই মহিলা।
ঘটনাটি ঘটে যখন ওই মহিলা এবং তার স্বামী মেইন রোড থেকে থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি জঙ্গলে রাত কাটানোর জন্য তাঁবু ফেলেন। ২রা মার্চ সকালে কমিউনিটি হেলথ সেন্টারে মহিলা ও তার স্বামীর বয়ান রেকর্ড করা হয়েছিল এবং IPC 376D (গণধর্ষণ) এবং 395 (ডাকাতি) ধারার অধীনে একটি এফআইআর দায়ের করে পুলিশ।
এফআইআরে বলা হয়েছে যে প্রথমে তিনজন তার স্বামীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে পায়ে পায়ে দিয়ে ঝগড়া শুরু করেন। সেই সময় তাকে হেনস্থা করা হয়। তিনি অভিযোগ করেছেন যে অন্য চারজন দলে ছিল তারা জোর করে ছুরি দেখিয়ে সেই স্থান থেকে মহিলা অন্যত্র তুলে নিয়ে যায়। মহিলা মাটিতে ফেলে লাথি, ঘুষি মারার পাশাপাশি সাতজনই মহিলার উপর পাশবিক অত্যাচার চালান।
জানা গিয়েছে দম্পতি মোটরবাইকে করে বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন এবং গত বছরের জুলাইয়ের মাঝামাঝি পাকিস্তান থেকে ভারতে আসেন। এফআইআরে বলা হয়েছে যে দু'সপ্তাহ আগে, দম্পতি শ্রীলঙ্কায় অল্প সময় কাটিয়ে ভারতে পুনরায় আসেন।
আরও পড়ুন : < Shahjahan Sheikh: আরও বিপাকে শাহজাহান, সন্দেশখালির ‘বাঘ’কে পথে বসাতে কড়া পদক্ষেপ ইডি-র >
এফআইআর-অনুসারে ধর্ষণের পাশাপাশি সাতজন তাদের কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়। এদিকে এই ঘটনার পর দুমকা পুলিশ একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছে, এই ঘটনায় সকল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দম্পতি মঙ্গলবার রাজ্য ছেড়েছেন।