/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-229.jpg)
পুলওয়ামার মতো হামলা শীঘ্রই'....! সোশ্যাল মিডিয়া পোস্টের পরই ঝাড়খণ্ডের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
'পুলওয়ামার মতো হামলা শীঘ্রই'….! সোশ্যাল মিডিয়া পোস্টের পরই ঝাড়খণ্ডের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
বুধবার উত্তর প্রদেশ পুলিশ ঝাড়খণ্ড থেকে এক ছাত্রকে আটক করেছে। সে সোশ্যাল মিডিয়ায় সম্ভাব্য 'পুলওয়ামার মতো হামলার' হুমকি বার্তা পোস্ট করে। এর পরই ওই ছাত্রকে আটক করা হয়েছে। মামলায় ছাত্রের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়। ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উল্লেখ্য মঙ্গলবার, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনী তিনজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র।
২০১৯ সালের পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ 40 জনের মতো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী নিহত হয়। ঘটনাটি ঘটে ১৪ই ফেব্রুয়ারি, যখন জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। পরে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেএম) হামলার দায় স্বীকার করে।