Advertisment

অবশেষে গুজরাটের দলিত বিধায়ক জিগনেশের জামিন মঞ্জুর

গত সপ্তাহে গুজরাটের বানাসকান্থা জেলা থেকে অসম পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
jignesh mevani granted bail by kokrajhar court in assam

জিগনেশ মেবানি

অবশেষে জামিন মঞ্জুর হল জিগনেশ মেবানির। অসমের কোকরাঝাড়ের আদালত গুজরাটের বিধায়কের জামিন মঞ্জুর করেছে। গত সপ্তাহে গুজরাটের বানাসকান্থা জেলা থেকে অসম পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।

Advertisment

রবিবার জিগনেশ মেবানিকে অসমের কোকরাঝাড় জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। স্থানীয় আদালত তাঁর জামিনের আবেদনের রায় সোমবার পর্যন্ত সংরক্ষণ করে এবং মেভানিকে একদিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়।

জিগনেশ নাথুরাম গডসে, গুজরাতে হওয়া সংঘর্ষ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে টুইট করেছিলেন। সেই টুইটের বিরুদ্ধে বড়োল্যান্ড স্বশাসিত পরিষদের সদস্য অরূপ কুমার দে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে জিগনেশকে ২০ এপ্রিল মধ্যরাতে গুজরাতে গ্রেফতার করে জেলা পুলিশ। ভিন রাজ্যের বিধায়ককে গ্রেফতার করে আনার তীব্র নিন্দা করেছে বিরোধীরা।

Read in English

Dalit gujarat Assam Jignesh Mewani
Advertisment