Jill Biden Diamond: জো বিডেনের স্ত্রী জিলকে অনন্য উপহার প্রধানমন্ত্রী মোদীর। দাম জানলে চমকে যাবেন। সব চেয়ে দামি উপহারের 'বন্ধুত্বের নিদর্শন' এখন জোর চর্চায়। ২০২৩ সালে, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের স্ত্রী জিল বাইডেন অনেক রাজনীতিবিদদের কাছ থেকে দামি উপহার পেয়েছিলেন। তবে ভারতের প্রধানমন্ত্রী মোদীর দেওয়া উপহারটি ছিল সবচেয়ে দামি।
গত বছর, মোদী মার্কিন ফার্স্ট লেডি জিল বিডেনকে ২০ হাজার মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় যার দাম ১৭ লক্ষ টাকা) একটি ডায়মণ্ড উপহার দিয়েছিলেন। মার্কিন বিদেশমন্ত্রকের প্রকাশিত বার্ষিক রিপোর্ট থেকে এই তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে হোয়াইট হাউসে নৈশভোজের সময় জিলকে এই অনন্য উপহার দেওয়া হয়। এটিই হল জিলকে দেওয়া বিশ্বের সব নেতাদের উপহারের মধ্যে সবচেয়ে দামি। ইউএস স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক রিপোর্টে প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে যে উপহারগুলি পেয়েছিলেন সেগুলি ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের (এনএআরএ) কাছে হস্তান্তর করা হয়েছে। তবে জিলকে দেওয়া মোদীর ডায়মণ্ডটি হোয়াইট হাউসেরই ইস্ট উইংয়ে রাখা হয়েছে।
এর পাশাপাশি ২০২৩ এ মার্কিন সফরে মোদী জো বাইডেনকে সম্পূর্ণ হাতে খোদাই করে তৈরি করা একটি চন্দনকাঠের বাক্স উপহার দিয়েছিলেন। সেই বাক্সের ভিতরে ছিল রুপোর তৈরি একটি গণেশ মূর্তি এবং একটি প্রদীপ। এছাড়াও, 'উপনিষদের ১০ নীতি' শীর্ষক একটি বইও জো বাইডেনকে উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তথ্য অনুসারে, জিল বিডেনকে প্রধানমন্ত্রী মোদী যে হীরাটি দিয়েছেন তা সুরাটের একটি ল্যাবে তৈরি ৭.৫ ক্যারেটের সবুজ হীরা। সংবাদ সংস্থা এপি-র প্রতিবেদনে বলা হয়েছে, জিল বিডেনের বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার ছিল এটি।
জানিয়ে রাখি আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। জো বিডেন এবং জিল বিডেনের প্রাপ্ত অন্যান্য উপহারগুলি আর্কাইভে পাঠানো হয়েছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারী, ২০২৫ -এ আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। এর আগেও তিনি মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেন।