Rahul Gandhi’s Manipur visit: রাহুল গান্ধীর সফরের আগে অশান্ত মণিপুর, চলল গুলি! চূড়ান্ত অস্থিরতায় কপালে ভাঁজ প্রশাসনের

রাহুলের জিবিরাম সফরের মাত্র কয়েকঘন্টা আগে পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি।

রাহুলের জিবিরাম সফরের মাত্র কয়েকঘন্টা আগে পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Jiribam

জিরিবামে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন মেইতেইর বাসিন্দা সোইবাম শরথকুমার সিংকে ৬ জুন নিহত অবস্থায় পাওয়া যায়।

Rahul Gandhi’s Manipur visit: সোমবারই মণিপুর সফরে যাচ্ছেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার আগেই হিংসার আগুনে জ্বলে উঠল মণিপুর।

Advertisment

লোকসভার বিরোধী দলে নেতা রাহুল গান্ধী সোমবার বিকেলে জিরিবামের ত্রাণ শিবির পরিদর্শন করবেন এবং হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। তাঁর জিবিরাম সফরের মাত্র কয়েকঘন্টা আগে পুলিশ ফাঁড়িকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি।

সোমবার রাহুল গান্ধী একদিনের মণিপুর সফরে আসবেন। এদিন তিনি জিরিবামের ত্রাণ শিবির পরিদর্শন করবেন। তারপর মণিপুরের চুরাচাঁদপুর ও বিষ্ণুপুর জেলায় যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতার।

Advertisment

আরও পড়ুন : < Heavy Rain In Mumbai: বানভাসি মুম্বই! রাস্তায় ভাসছে গাড়ি, থমকে ট্রেন পরিষেবা, চূড়ান্ত দুর্ভোগ >

জিরিবামের পুলিশ সুপার প্রদীপ সিং, ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, "পুলিশ গুলি চালানোর ঘটনায় কুকি সম্প্রদায়ের দুজনকে গ্রেফতার করেছে এবং কিছু অস্ত্রও উদ্ধার করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের এলাকায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, রাজ্য পুলিশের একটি বুলেটপ্রুফ গাড়ি গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে"।

Manipur