scorecardresearch

দেখামাত্রই গুলি! নিকেশ ২ লস্কর জঙ্গি, গতকালের বদলা….

গতকাল রাজৌরির ঘন জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় আইইডি বিস্ফোরণে ৫ সেনা জওয়ান নিহত হন।

j&k encounter, j&k terrorist encounter, baramulla rajouri encounters, terrorist killed in encounter, indian express

শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি এবং বারামুল্লায় দুটি পৃথক এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি। এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩রা মে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। শুক্রবার সকালে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে রক্তাক্ত হয়ে ওঠে ভূস্বর্গ। রাজৌরির ঘন জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় আইইডি বিস্ফোরণে ৫ সেনা জওয়ান নিহত হন। এক সেনা কর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই তেড়েফুঁড়ে আসরে নামে সেনাবাহিনী। ঊর্ধ্বতন আধিকারিক ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গভীর রাত পর্যন্ত যলে তল্লাশি অভিযান।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, বারামুল্লার এসএসপি আমোদ অশোক নাগপুরে বলেছেন “জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এরপর বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আমাদের দিকে পালটা গুলি চালানো হলে গুলিতে এলইটি-র এক জঙ্গি নিহত হয়। আসন্ন জি 20 শীর্ষ সম্মেলনকে সামনে রেখে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী”।

নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি AK 47 রাইফেল, প্রচুর গোলাবারুদ। জানা গিয়েছে নিহত ২ জঙ্গির নাম আবিদ ওয়ানি এস এবং মহম্মদ রফিক ওয়ানি। দুজনেই লস্কর-ই-তৈয়বার সক্রিয় সদস্য। সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টার চলাকালীন বিস্ফোরণে পাঁচ সেনা জওয়ান নিহত হওয়ার পর আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজৌরি সফর করবেন। একই সঙ্গে সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে গতকালের ঘটনা সম্পর্কে বিশদে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Jk 2 terrorists killed in fresh encounters in rajouri baramulla