৩৭০ ধারা রদের পর প্রথম ভোট জম্মু-কাশ্মীরে

মোট ২৮০টি জেলা উন্নয়ন পরিষদের আসন রয়েছে। এর মধ্য়ে ১৪০টি করে জম্মু ও কাশ্মীরে রয়েছে। প্রথম দফায় ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

মোট ২৮০টি জেলা উন্নয়ন পরিষদের আসন রয়েছে। এর মধ্য়ে ১৪০টি করে জম্মু ও কাশ্মীরে রয়েছে। প্রথম দফায় ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
j&k, জম্মু কাশ্মীর

প্রতীকী ছবি।

৩৭০ ধারা রদের পর প্রথমবার উপত্য়কায় ভোটের বাদ্য়ি বাজল। রাত পোহালেই জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথমবার উপত্য়কায় ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

Advertisment

জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনের পাশাপাশি ১২ হাজার ১৫৩ টি পঞ্চায়েত আসনেও ভোট হতে চলেছে। এগুলির মধ্য়ে ১১ হাজার ৮১৪টি কাশ্মীরে, বাকিগুলো জম্মুতে।

করোনা অতিমারীর কথা মাথায় রেথে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। এই নির্বাচনের প্রথম দফায় ১৪৭৫ জন প্রার্থীর ভাগ্য়পরীক্ষা হতে চলেছে। মোট ৮ দফায় নির্বাচন হবে।

Advertisment

আরও পড়ুন: ফের তাঁকে ‘বেআইনিভাবে’ আটক করা হয়েছে, অভিযোগ মুফতির

এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে। পিপলস অ্য়ালায়েন্স ফর গুপকর ডিক্লিয়ারেশন, বিজেপি ও আপনি পার্টির মধ্য়ে লড়াই।

মোট ২৮০টি জেলা উন্নয়ন পরিষদের আসন রয়েছে। এর মধ্য়ে ১৪০টি করে জম্মু ও কাশ্মীরে রয়েছে। প্রথম দফায় ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্য়ে ২৫টি কাশ্মীরে ও ১৮টি জম্মুতে। ১৪৭৫ জন প্রার্থীর মধ্য়ে জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে প্রথম দফায় ২৯৬ জন লড়ছেন।

মোট ২৬৪৪টি ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রথম দফায় ভোটগ্রহণ সকাল ৭টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

jammu and kashmir