জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে চারজন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে তার মধ্যে রয়েছেন নিষিদ্ধ হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাহউদ্দিনের ছেলেও।
একই সঙ্গে রয়েছে সন্ত্রাসবাদী কাজ কর্মে জড়িত বিট্টা কারাতের স্ত্রী’ও। কর্মকর্তারা জানিয়েছেন সংবিধানের ৩১১ নং ধারা অনুসারে চার সরকারি কর্মচারীকে এদিন বরখাস্ত করা হয়েছে। ফারুক আহমেদ ওরফে বিট্টা কারাত বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁর স্ত্রী আসাবাহ-উল-আরজামান্দ খান, জম্মু ও কাশ্মীর প্রশাসনিক আধিকারিক পদে কর্মরত ছিলেন। ডাইরেক্টর অফ রুরাল ডেভালপমেন্টের অধীনস্থ দফতরে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: < লেখক রুশদিকে আক্রমণের নেপথ্যে বছর ২৪-এর হাদি মাটার, চিনে নিন মাস্টারমাইন্ডকে! >
অন্যদিকে নিষিদ্ধ হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাহউদ্দিনের ছেলে, সৈয়দ আবদুল মুয়েদ শিল্প বাণিজ্য দফতরের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিক পদে কর্মরত ছিলেন। বরখাস্ত করা অন্যরা হলেন: ডাঃ মুহিত আহমেদ ভাট, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাজিদ হুসেন কাদিরি। জম্মু ও কাশ্মীর সরকার আর আগে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর দুই ছেলে সৈয়দ সালাহউদ্দিনসহ ১১ জন কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করেছে।