Advertisment

জম্মু-কাশ্মীরের জন্য় বিশেষ আর্থিক প্য়াকেজ, জল-বিদ্য়ুতের বিলে ৫০ শতাংশ ছাড়

বাণিজ্য় ও অন্য়ান্য় ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্য়ে ১৩৫০ কোটি টাকার আর্থিক প্য়াকেজ ঘোষণা করা হল।

author-image
IE Bangla Web Desk
New Update
j&k economic package, জম্মু কাশ্মীর আর্থিক প্য়াকেজ, মনোজ সিনহা

ফাইল ছবি।

জম্মু-কাশ্মীরবাসীর জন্য় বিশেষ আর্থিক প্য়াকেজের কথা ঘোষণা করলেন উপ-রাজ্য়পাল মনোজ সিনহা। বাণিজ্য় ও অন্য়ান্য় ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্য়ে ১৩৫০ কোটি টাকার আর্থিক প্য়াকেজ ঘোষণা করা হল।

Advertisment

আর্থিক প্য়াকেজ ঘোষণা করতে গিয়ে মনোজ সিনহা বলেন, ''জম্মু-কাশ্মীরের জন্য় ১৩৫০ কোটি টাকার আর্থিক প্য়াকেজ অনুমোদন করেছি আমরা। ব্য়বসা ক্ষেত্রে যাঁরা আর্থিক সমস্য়ার মুখে পড়েছেন, তাঁদের জন্য় এটা ঘোষণা করে আমি আনন্দিত। ব্য়বসা ক্ষেত্রে আমরা যে সকল পদক্ষেপ করেছি এবং আত্মনির্ভর ভারতের জন্য় কাজে দেবে এই প্য়াকেজ''।

জল ও বিদ্য়ুতের বিলের উপর ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছেন উপরাজ্য়পাল। এ প্রসঙ্গে তিনি জানান, ''জল ও বিদ্য়ুতের বিলে এক বছরের জন্য় ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। সমস্ত ঋণগ্রহীতাদের ২০২১ সালের মার্চ পর্যন্ত স্ট্য়াম্প ডিউটিতে অব্য়াহতি দেওয়া হবে। পাশাপাশি, পর্যটন ক্ষেত্রে মানুষদের আর্থিক সাহায্য়ের জন্য় কাস্টমাইজড হেলথ-ট্য়ুরিজম প্রকল্প তৈরি করছি''।

আরও পড়ুন: লকডাউনে বাড়ি ফিরতে গিয়ে শ্রমিক স্পেশালে মৃত ৯৭ জন, সংসদে জানাল কেন্দ্র

সিনহা আরও জানিয়েছেন, ''তাঁত ও হস্তশিল্পের মানুষদের জন্য় ক্রেডিট কার্ড স্কিমে সর্বোচ্চ সীমা ২ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছি''।

আর্থিক প্য়াকেজ প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই-কে জম্মু-কাশ্মীর আপনি পার্টি প্রেসিডেন্ট আলতাফ বুখারি বলেন, ''যদি আমরা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে চাই তাহলে জম্মু ও কাশ্মীরের জন্য় বড় হৃদয়ের প্রয়োজন। আমাদের অনেক লোকসান হয়েছে। যা ৪০ হাজার কোটি টাকার কম নয়। সেখানে ১৩৫০ কোটি টাকার আর্থিক প্য়াকেজ সমুদ্রে একটা বিন্দু মাত্র''।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment