Advertisment

শ্রীনগরে জঙ্গি হামলা, মৃত দুই পুলিশকর্মী

জানা গিয়েছে এদিন সকালে শ্রীনগরে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়। এই ঘটনায় প্রস্তুত ছিলেন না কেউই।

author-image
IE Bangla Web Desk
New Update
চিনকে বার্তা কোবিন্দের।।রাজস্থানে গেহলটই।।দোষী সাব্যস্ত প্রশান্ত।।চিকিৎসায় সাড়া প্রণবের।।করোনা জয়ী শাহ

ফাইল চিত্র

অকস্মাৎ জঙ্গি হামলা চলল পুলিশের গাড়িতে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই পুলিশকর্মীর। গুরুতর আহত এক। শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের নওগাম-এ।

Advertisment

জানা গিয়েছে এদিন সকালে শ্রীনগরে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া হয়। এই ঘটনায় প্রস্তুত ছিলেন না কেউই। জঙ্গিদের গুলিতে লুটিয়ে পড়েন তিন পুলিশকর্মী। তৎক্ষণাৎ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয়।

জম্মু-কাশ্মীরের পুলিশের তরফে টুইটে জানান হয়, "নওগামের কাছে সন্ত্রাসীরা পুলিশের ওপর নির্বিচারে গুলি চালায়। আহত হয় তিন পুলিশ সদস্য। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যেখানে দু'জনের মৃত্যু হয়েছে। গোটা অঞ্চলটি ঘিরে ফেলা হয়েছে। আরও বিশদ পরবর্তীতে জানান হবে।"

যদিও জঙ্গিদের ধরা যায়নি। তবে কারা এই ঘটনায় জড়িত ছিল তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

jammu and kashmir
Advertisment