ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামা। মঙ্গলবার সেখানে (Pulwama) জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন প্রাণ হারান দুই লস্কর জঙ্গি। জানা গিয়েছে মৃত দুই জঙ্গির নাম সাফাত মুজাফ্ফর সোফি এবং উমর তেলি। কাশ্মীর পুলিশের এক সিনিয়ার আধিকারিক এক বিবৃতিতে বলেন, ‘বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল এই দুই জঙ্গি। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আনসার গাজওয়াত-উল হিন্দ এবং লস্কর-ই-তৈয়বার দুই জঙ্গি নিহতের ঘটনাকে বড়সড় সাফল্য হিসাবে দেখছে জম্মু কাশ্মীর পুলিশ।
সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ত্রাল অঞ্চলে এক গোপন আস্থানায় হানা দেয় জম্মু-কাশ্মীর পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। পুলিশের পাল্টা হামলায় ঘটনাস্থলেই নিহত হয় দুই জঙ্গি। ইতিমধ্যেই ওই এলাকায় আরও সন্ত্রাসবাদীদের পাকড়াও করতে এলাকা ঘিরে ফেলা হয়েছে পুলিশ এবং জওয়ানদের তরফে। পুলিশ সূত্রে খবর মৃত দুই জঙ্গির কাছ থেকে মিলেছে প্রচুর বিস্ফোরক।
আরও পড়ুন: আলিয়া ইস্যুতে পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন উপাচার্য
ঠিক কী হয়েছিল? দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় ঘাঁটি বাঁধে দুই জঙ্গি। আগে থেকেই খবর ছিল এখানে জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে। এরপরই সেখানে জঙ্গিবিরোধী যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এলাকা সম্পূর্ণ ঘিরে ফেলে তারা। বেগতিক দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। এরপরই সেনার গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়।
এর আগে ৩০ মার্চ কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন দুই লস্কর জঙ্গি। তাদের মধ্যে একজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়ো প্রেস কার্ড। তার পর ২ এপ্রিল, জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিহত এক জঙ্গি। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার তুর্কওয়াঙ্গাম এলাকায় এনকাউন্টারে খতম হয় ওই জঙ্গি । নিহত ওই জঙ্গির নাম মুনীব আহমেদ শেখ। একের পর জঙ্গি নিকেশের ঘটনা সামনে আসতেই সেনাবাহিনীর ভুমিকার প্রশংসা করা হয়েছে নানা মহলে।
Read story in English