Advertisment

প্রকাশিত জম্মু কাশ্মীর বোর্ডের দশম শ্রেণির ফল, পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের

গত বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে জম্মু কাশ্মীরের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
JKBOSE Class 10 Jammu Division Result, Girls students outshine boys, 69.76% students declared pass

পরীক্ষার ফল দেখা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট- jkbose.nic.in-এর মাধ্যমে।

জম্মু কাশ্মীর বোর্ড অফ স্কুল এডুকেশনের পরীক্ষায় বাজিমাত মেয়েদের। ছেলেদের টেক্কা দিয়ে দশম শ্রেণির পরীক্ষায় মেয়েরাই বেশি সংখ্যায় পাশ করেছেন। চলতি বছরের জম্মু কাশ্মীরে দশম শ্রেণির পরীক্ষায় মোট ৬৯.৭৬ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। মেয়েদের পাশের হার ৭২.৭০ শতাংশ।

Advertisment

এবছর জম্মু কাশ্মীরে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ সব পড়ুয়ার মধ্যে ৮৩০ জন শিক্ষার্থী পেয়েছেন AI গ্রেড। ২ হাজার ২৯২ শিক্ষার্থী পেয়েছেন A2 গ্রেড। অন্যদিকে ৩ হাজার ৮৭৮ পড়ুয়া পেয়েছেন B1 গ্রেড। ৫ হাজার ৪৮ জন পড়ুয়া পেয়েছেন B2 গ্রেড।

এরই পাশাপাশি ৪ হাজার ৯৬৯ পড়ুয়া C1 গ্রেড, ১ হাজার ২৫২ জন পড়ুয়া C2 গ্রেড এবং ১০ শিক্ষার্থী পেয়েছেন D গ্রেড। jkbose.nic.in-এর মাধ্যমে পরীক্ষার ফল দেখা যাচ্ছে। J&K বোর্ড অফ স্কুল এডুকেশন শনিবার জম্মু বিভাগের স্কুলগুলির দশম শ্রেণির ফলাফল ঘোষণা করেছে। সেই পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ছাত্রদের তুলনায় বেশি।

আরও পড়ুন- এক ধাক্কায় দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচে, মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ

এবছর JKBOSE-র বার্ষিক নিয়মিত পরীক্ষায় মোট ২৬ হাজার ২০১ জন পড়ুয়া পরীক্ষায় বসেছিলেন। যাঁদের মধ্যে ১৮ হাজার ২৭৯ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৬৯.৭৬ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৪,১৫৯ জন ছাত্র এবং ১২,০৪২ জন ছাত্রী। সরকারি স্কুলগুলির মধ্যে ডোডা জেলাতেই সর্বোচ্চ পাশের হার। ডোডার ৭৬.৪২ শতাংশ পড়ুয়া পাশ করেছেন।

বেসরকারি স্কুলগুলির মধ্যে পুঞ্চ জেলাতেই পাশের হার বেশি। পুঞ্চে ৯৭.৪০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ৩০টি সরকারি স্কুল এবং ৩৮টি বেসরকারি স্কুলে ১০০ শতাংশ পড়ুয়াই এবার পাশ করেছেন। উল্লেখ্য, গত বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে জম্মু কাশ্মীরের দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Read story in English

RESULTS jammu and kashmir
Advertisment