মুখোশধারীদের হামলায় রক্তাক্ত হয়েছে জেএনইউ প্রাঙ্গন, প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এই আবহে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান কমিটি থেকে সরে দাঁড়ালেন অর্থনীতিবিদ তথা জেএনইউ অধ্যাপক সি পি চন্দ্রশেখর। ২৮ সদস্যকে নিয়ে নবনির্মিত পরিসংখ্যান কমিটি থেকে সরে দাঁড়ানোর কথা সোমবার জানিয়েছেন ওই অধ্যাপক। উল্লেখ্য, মঙ্গলবারই এই কমিটির বৈঠকে বসার কথা ছিল। তার আগের দিনই এমন সিদ্ধান্তের কথা জানালেন সি পি চন্দ্রশেখর। উল্লেখ্য, গতমাসেই প্রাক্তন মুখ্য পরিসংখ্যানবিদ প্রণব সেনের নেতৃত্বে এই কমিটি গড়া হয়েছিল।
আরও পড়ুন: LIVE: ঐশী ঘোষের বিরুদ্ধে এফআইআর পুলিশের
এ প্রসঙ্গে জেএনইউ অধ্যাপক সি পি চন্দ্রশেখর বলেছেন, ‘‘জেএনইউ-তে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মঙ্গলবারের বৈঠকে আমার পক্ষে থাকা সম্ভব নয়’’। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘‘আমার মনে হয়, বর্তমান পরিস্থিতিতে দেশের পরিসংখ্যান বিষয়ের উপর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে না এই কমিটি’’।
আরও পড়ুন: জেএনইউকাণ্ডের ২৪ ঘন্টা অতিক্রান্ত, শনাক্ত করা গেল না আক্রমণকারীদের, হল না গ্রেফতার
উল্লেখ্য, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় তোলপাড় গোটা দেশ। গত রবিবার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও শিক্ষকদের উপর মুখোশ পরে হামলা চালান কয়েকজন। এ ঘটনায় জখম হন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ আরও অনেকে। হামলার অভিযোগ উঠেছে এবিভিপির বিরুদ্ধে। ইতিমধ্যেই এ ঘটনায় দিল্লি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেএনইউ-তে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে প্রতিবাদে সরব হয়েছেন বহু মানুষ। এদিকে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ-সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। ক্যাম্পাসে সার্ভার রুমে ভাঙচুর ও নিরাপত্তা রক্ষীদের আক্রমণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
Read the full story in English