Advertisment

জেএনইউতে আহতদের সঙ্গে দেখা করেননি কেন? 'আমার দরজা খোলা রয়েছে', জবাব উপাচার্যের

'হস্টেলগুলির ভার নির্দিষ্ট পদাধিকারীদের উপর ন্যাস্ত। হামলার পর তাঁরা আমাকে বা আমার অধস্তনদের কিছু জানায়নি। ফলে আমরা কিছুই বুঝতে পারিনি।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জেএনইউয়ের উপাচার্য উপাচার্য মামিডালা জাগদেশ কুমার।

'বার জন্য তাঁর অফিসের দরজা খোলা রয়েছে। জেএনিউ বিতর্কের মধ্যেই জানিয়ে দিলেন উপাচার্য মামিডালা জাগদেশ কুমার। তবে সেই সঙ্গেই বিতর্ক উস্কে জানাতে ভুললেন না, মুখোশ পড়ে সিাইএসে ৩রা জানুয়ারি হুমকি দিয়েছিল একদল পড়ুয়া। স্পষ্ট যে তাঁর নিশানা জেএনইউয়ের আন্দোলনকারী পড়ুয়ারা। হামলার পর নির্দিষ্ট তথ্য না পাওয়ার কারণেই তিনি হাসপাতালে গিয়ে জখম পড়ুয়াদের খোঁজ খবর নেননি বলে জানিয়েছেন উপাচার্য।

Advertisment

গত রবিবার জেএনইউয়ের আন্দোলকারী পড়ুয়াদের উপর হামলা চালায় মুখোশধারী দুষ্কৃতীরা। কিন্তু, পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। উপাচার্য কী সেই সময় বিশ্ববিদ্যালয়ে ছিলেন? জগদেশ কুমার জানিয়েছেন, 'আমি সবসময় এখানেই থাকি।' ৪ঠা জানুয়ারির ঘটনাকে হস্টেল ফি বৃদ্ধির আন্দোলনের সঙ্গে যুক্ত করে দেখতে চান উপাচার্য।

আরও পড়ুন: ‘কেন এসব করতে গেলেন?’ জেএনইউকে বার্তা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের

হামলার পর উপাচার্য কেন আক্রান্তদের দেখতে গেলেন না? মামিডালা জগদেশ কুমারের কথায়, 'হস্টেলগুলির ভার নির্দিষ্ট পদাধিকারীদের উপর ন্যাস্ত। তাঁরা আমাকে বা আমার অধস্তনদের কিছু জানায়নি। ফলে আমরা কিছুই বুঝতে পারিনি। তার আগেই পুলিশ ডাকা থেকে নিরাপত্তা সংক্রান্ত সব পদক্ষেপই করা হয়ে গিয়েছিল।' এরপরই তিনি বলেন, 'তারা যে সহায়তা চেয়েছে, আমরা তাই করেছি।' শেষে তাঁকে বলতে শোনা যায়, 'আমি সব সময় সকলের সঙ্গে দেখা করতে চাই। আমাদের দফতর সবসময় খোলা।'

আরও পড়ুন: জেএনইউ হামলার জের, কমিটি ছাড়লেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

হস্টেলের ফি বৃদ্ধির আন্দোলনের সঙ্গে কেন রবিবারের হামলাকে মেলাতে চাইছেন উপাচার্য। কুমারর বলেন, ''জানুয়ারির তিন তারিখ দুপুরে মুখোশধারী কয়েকজন পড়ুয়ারা সিআইএস প্রাঙ্গনে ঢুকে পড়েছিল। ডাটা রুম থেকে কর্মীদের বেরিয়ে যেতে বলা হয়। সেই সময়ই আমরা জেএনইউতে প্রথম মুখোধারীদের দেখা যায়। কেন সেই সময় মুখ ঢাকার প্রয়োজন হল?'' সেমিস্টারে নাম নথিভুক্ত করার সময়ও কেন ইন্টারনেট পরিষেবা ব্যবহত করা হল তা নিয়েও প্রশ্ন করেন তিনি। গত রবিবার বহিরাগতদের বিশ্ববিদ্য়লয়ে ঢুকে হামলা নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে তাঁর ভিন্নমত রয়েছে বলে জানান উপাচার্য এম জগদেশ কুমার। তদন্তেই আসল তথ্য উটে আসবে বলে মনে করেন তিনি।

তবে, আতঙ্কের কোনও কার নেই। হস্টেল ছাড়তে হবে না বলে আঈশ্বাস দেন উপাচার্য। জেএনইউ ক্যাম্পাসকে অত্যন্ত সুরক্ষিত স্থান বলে জানান তিনি।। গভীর রাতেও জেএনিউ ক্যাম্পাসে ঘুরে বেড়ানো যায় বলে জানান উপাচার্য। এই পরিবেশকে খারপ করার কোনও কারণ দেখছেন না তিনি। সব ঘটনায় রাজনীতির রং লাগানোর বিরুদ্ধেওও মত দেন উপাচার্য।

Read the full story in English

JNU
Advertisment