Advertisment

'রাগ করবেন না, আমি শুধু আম্বেদকরের বক্তব্যটাই বলেছি,' সাফাই JNU উপাচার্যের

সোমবার JNU উপাচার্য বলেছিলেন যে 'নৃতাত্ত্বিকভাবে' দেবতারা উচ্চবর্ণের নন। এমনকী, ভগবান শিব তপশিলি বর্ণের অথবা উপজাতিও হতে পারেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Santishree Dhulipudi Pandit

JNU উপাচার্য

তাঁর 'ঈশ্বর কোনও উচ্চবর্ণের নন' মন্তব্যটি বিতর্ক সৃষ্টি করার পরেই, JNU উপাচার্য সন্তিশ্রী ধুলিপুদি পণ্ডিত বুধবার নিজের মন্তব্যের পক্ষে সাফাই গাইলেন। তিনি জানিয়েছেন, যা পড়েছেন, সেই অনুযায়ীই বলেছেন। তাঁর মন্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করে অযথা জলঘোলা করা হচ্ছে বলেই জানিয়েছেন JNU উপাচার্য।

Advertisment

তিনি জানান, 'আমি শিক্ষাজগতের লোক। লোকেদের বিআর আম্বেদকরের ওপর রাগ করা উচিত। কারণ, আমি যা বলেছি, সেসব তিনিই বলে গেছেন। আমাকে লিঙ্গের ন্যায়বিচারের ব্যাপারে বিআর আম্বেদকরের মতামত নিয়ে বলতে বলা হয়েছিল। আমি বি আর আম্বেদকরকে ব্যাখ্যা করছিলাম। তাঁর লেখা দেখতে পারেন। মানুষ আমার উপর রাগ করবে কেন? তাঁদের বিআর আম্বেদকরের ওপর রাগ করা উচিত। অযথা আমাকে কেন এতে টেনে আনা হচ্ছে?'

ড. বিআর আম্বেদকরকে নিয়ে বক্তৃতাসভায় 'ড. বিআর আম্বেদকরের চিন্তাধারা: ইউনিফর্ম সিভিল কোড ডিকোডিং' শীর্ষক অনুষ্ঠান সোমবার পণ্ডিত বলেছিলেন যে 'নৃতাত্ত্বিকভাবে' দেবতারা উচ্চবর্ণের নন। এমনকী, ভগবান শিব তপশিলি বর্ণের অথবা উপজাতিও হতে পারেন। তাঁর এই মন্তব্য নিয়ে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়।

এই প্রসঙ্গে বলতে গিয়ে JNU উপাচার্য বলেন, 'আমি প্রথমে একজন শিক্ষাবিদ, একজন অধ্যাপক। কেন একজন শিক্ষাবিদের বক্তৃতা নিয়ে রাজনীতি করা হচ্ছে? দিল্লিতে কোনও বক্তৃতা দিতে আমি সত্যিই খুব ভয় পাই। সবকিছু ভুলভাবে উদ্ধৃত করা হয়। আমি মূল চিন্তাবিদ নই, আমি একজন অধ্যাপক। আমার খুব কষ্ট লাগছে, কেন মানুষ এটাকে নিয়ে রাজনীতি করছে?'

আরও পড়ুন- নতুন সঙ্গী নিয়ে বিহার বিধানসভার আস্থাজয় নীতীশের, পরাজয় নিশ্চিত বুঝে ওয়াকআউট বিজেপির

তাঁর বক্তৃতা দেওয়ার সময় উপাচার্য বলেছিলেন যে মনুস্মৃতিতে নারীদের শূদ্রদের মর্যাদা দেওয়া হয়েছে। এটা গোটা নারীসমাজকে পিছনের দিকে ঠেলে দিয়েছিল। এই প্রসঙ্গে তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেন, 'আমি সমস্ত মহিলাদেরকেই বলতে চাই যে মনুস্মৃতি অনুসারে সমস্ত মহিলাই শূদ্র। তাই কোনও মহিলা নিজেকে ব্রাহ্মণ বা অন্য কিছু দাবি করতে পারেন না। শুধুমাত্র বিবাহের মাধ্যমেই আপনি স্বামী বা পিতার বর্ণ পেতে পারেন। আমি মনে করি, এই দৃষ্টিভঙ্গী নারীদের পিছনের দিকে ঠেলে দিয়েছিল।'

Read full story in English

JNU VC goddess
Advertisment