জেএনইউ-তে হামলার ঘটনায় অবশেষে কয়েকজন মুখোশধারী হামলাকারীকে চিহ্নিত করল দিল্লি পুলিশ। হামলার তিনদিন পর কয়েকজন মুখোশধারীকে পুলিশ চিহ্নিত করতে পারল বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে মুখে কাপড় বেঁধে কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এই হামলায় জখম হন ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ ৩৬ জন। হামলার অভিযোগ ওঠে এবিভিপি-র বিরুদ্ধে। এ ঘটনায় তোলপাড় গোটা দেশ।
আরও পড়ুন: ‘জেএনইউ-তে সাজানো ঘটনা, রক্ত না লাল রং?’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের
উল্লেখ্য, জেএনইউ-তে ছাত্র ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। কেন কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে না, এ নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এদিকে, মঙ্গলবার সার্ভার রুম ভাঙচুরের অভিযোগে আক্রান্ত ঐশী ঘোষ-সহ ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। যার জেরে পড়ুয়াদের বিক্ষোভের সুর আরও তীব্র হয়।
আরও পড়ুন: দীপিকা পাড়ুকোনকে চরম আক্রমণ দিলীপ ঘোষের, কী বললেন বিজেপি রাজ্য সভাপতি?
মুখোশধারীদের হামলায় রক্তাক্ত হয়েছে জেএনইউ প্রাঙ্গন, প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এই আবহে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান কমিটি থেকে সরে দাঁড়ান অর্থনীতিবিদ তথা জেএনইউ অধ্যাপক সি পি চন্দ্রশেখর। ২৮ সদস্যকে নিয়ে নবনির্মিত পরিসংখ্যান কমিটি থেকে সরে দাঁড়ানোর কথা সোমবার জানান ওই অধ্যাপক। জেএনইউ-র ঘটনার নিন্দায় সরব হয়েছে বলিউডও। মঙ্গলবার সন্ধ্যায় জেএনইউ গিয়ে নিঃশব্দে ঐশীদের পাশে থাকার বার্তা দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
Read the full story in English