Advertisment

ভারত সফরের জন্য উন্মুখ বাইডেন, একই সঙ্গে হতাশও! কিন্তু কেন?

G-20 শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে সেজে উঠেছে দিল্লি।

author-image
IE Bangla Web Desk
New Update
china, chinese president, Xi Jinping, Xi Jinping g20, Xi Jinping china, us president, joe biden, joe biden on Xi Jinping, biden on Xi Jinping, g20 meeting india, g20 summit inida, g20 summit delhi, g20 jobe binen

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

চিনা প্রেসিডেন্ট শি জিনপিং জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। মিডিয়া রিপোর্ট অনুসারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী লি কিয়াং তার জায়গায় G 20 শীর্ষ সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করবেন।

Advertisment

৯ এবং ১০ সেপ্টেম্বর দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে G20 শীর্ষ সম্মেলন। ইতিমধ্যেই জন্য সেজে উঠেছে দিল্লি। সাড়া হয়ে গিয়েছে সমস্ত প্রস্তুতি। কিন্তু এরই মধ্যেই মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে আসছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন না। সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে যে শি জিনপিং জি-২০ বৈঠকে হাজির থাকবেন না। রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে প্রধানমন্ত্রী লি কিয়াংকে বেজিংয়ের প্রতিনিধি হিসেবে পাঠানো হবে সভায় যোগদান করার জন্য।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং G-20 সম্মেলনে যোগ না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন। বিডেন বলেছেন, 'আমি হতাশ, তবে আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। G-20 শীর্ষ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং অন্যান্য প্রতিনিধিরা যোগ দিতে ভারতে আসছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং জি-২০ বৈঠকে যোগ দেবেন না। এদিকে প্রথমবারের মতো ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ভারত সফরের আগে, জো বাইডেন বলেছিলেন যে তিনি এই সপ্তাহে তার ভারত সফরের জন্য উন্মুখ কিন্তু তিনি হতাশ যে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন না। সফরের বিষয়ে, রবিবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকরা যখন মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন যে তিনি কি ভারত ও ভিয়েতনাম সফরের জন্য মুখিয়ে আছেন? তাই তিনি তার উত্তরে বলেন 'হ্যাঁ' । তবে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং G-20 সম্মেলনে যোগ না দেওয়ায় হতাশাও প্রকাশ করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'আমি হতাশ, তবে আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ,

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা কম। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা G-20 সম্মেলনে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

G-20 Summit
Advertisment