Advertisment

ছেলের কীর্তিতে বিরাট বিপাকে জো-বাইডেন, নির্বাচনের আগেই মুখ পুড়ল মার্কিন প্রেসিডেন্টের

বিচার বিভাগ মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টার বিডেনকে মাদকাসক্ত হওয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে

author-image
IE Bangla Web Desk
New Update
America, US President Joe Biden, US President Joe Biden, Joe Biden, Hunter Biden, Joe Biden son Hunter Biden, Cheating by gun dealer, Impeachment on Biden, Hunter Biden convicted, US Parliament, US News,

ছেলের কীর্তিতে বিরাট বিপাকে জো-বাইডেন, নির্বাচনের আগেই মুখ পুড়ল মার্কিন প্রেসিডেন্টের

সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই বিরাট বিপাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বন্দুক লেনদেনের মামলায় ফৌজদারি মামলায় অভিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এই ইস্যুকে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মাদকের প্রভাবে থাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র রাখা র অভিযোগ সহ মোট তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন হান্টার।

Advertisment

এর আগে মার্কিন পার্লামেন্টের স্পিকার কেভিন ম্যাকার্থি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের ঘোষণা করেন। তবে ছেলে হান্টারকে দোষী সাব্যস্ত করার পর জো বাইডেনের সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। হান্টার বাইডেন বন্দুক বিক্রির জন্য এক বন্দুক ব্যবসায়ীকে প্রতারণা করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ঘটনায় দীর্ঘদিন ধরে হান্টারের বিরুদ্ধে তদন্ত চলছে।

বিরাট বিপাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে এক বন্দুক ব্যবসায়ীকে প্রতারণা করার জন্য ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত চলছে।

মঙ্গলবার প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের নির্দেশের খবর জানিয়েছেন মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি। তবে ছেলে হান্টারকে দোষী সাব্যস্ত করার পর মার্কিন প্রেসিডেন্টের সমস্যা আরও বাড়বে।

সংবাদ সংস্থা জানিয়েছে হান্টারের বিরুদ্ধে ডেলাওয়্যারের মার্কিন জেলা আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। হান্টার বাইডেনের বিরুদ্ধে ২০১৮ সালে বন্দুক কেনার সময় মাদকাসক্তে আসক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

হান্টারের বিরুদ্ধে এই অভিযোগ যে ২০২৪ সালের সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ঝড় তুলবে তা আর বলার অপেক্ষা রাখে না। জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে এই অভিযোগকেই তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে পারেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি নিজেই চারটি ফৌজদারি মামলার মুখোমুখি।

সংবাদ সংস্থা এএনআই- জানিয়েছে, বিচার বিভাগ মার্কিন প্রেসিডেন্টের ছেলে হান্টার বিডেনকে মাদকাসক্ত হওয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছরের জেলও হতে পারে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। হান্টার বাইডেনের বিরুদ্ধে প্রতারণার মামলাও রয়েছে। হান্টার ট্যাক্স জালিয়াতি এবং মাদক সম্পর্কে মিথ্যা বলার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার মার্কিন পার্লামেন্টের স্পিকার কেভিন ম্যাকার্থিও প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাককার্থি বাইডেনের পরিবারের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিডেনের বিরুদ্ধে তার ছেলে হান্টার বিডেনকে বিদেশী বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত বিষয়ে সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও হোয়াইট হাউস এই তদন্তের বিরোধিতা করেছে।

Biden
Advertisment