ফের নারী নিরাপত্তার অভাবে ভুগছে রাজধানী। শনিবার দিল্লিতে এক মহিলা সাংবাদিককে গুলি করে হত্যা করার চেষ্টা করল একদল দুষ্কৃতী। শনিবার রাতে পূর্ব দিল্লির অশোক নগর এলাকায় রাত সাড়ে বারোটা নাগাদ তার গাড়িতে হামলা চালানো হয়।
পুলিশ সূত্রে খবর, মিতালি চান্দোলা নামের ওই মহিলা সাংবাদিকের অফিস নয়ডায়। নিজের গাড়ি করে বাড়ি ফিরছিলেন মিতালি। বেশ কিছুক্ষণ ধরে তাঁর গাড়িকে ধাওয়া করছিল একদল দুষ্কৃতী। ধর্মশালা নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালের কাছে ওই গাড়ি ওভারটেক করে এসে দাঁড়ায় মিতালির গাড়ির সামনে। পরপর দু রাউন্ড গুলিচালায় তারা। লক্ষ্যভ্রষ্ট হয় তাদের নিশানা। উইন্ডশিল্ড ভেদ করে সেই গুলি গিয়ে লাগে মিতালির হাতে।
আরও পড়ুন: পাঁচ বছরের শিশুর পেট থেকে বের করে আনা হল আট ফুটের রড
মিতালি পুলিশকে জানিয়েছেন, হামলাকারীরা প্রথমে গাড়িতে লক্ষ্য করে ডিম ছোড়ে এবং গাড়ি থামানোর হুমকি দেয়। তিনি গাড়ি না থামানোয় হামলাকীরা পথ আটকে দাঁড়ায়। তারপরই চালাতে শুরু করে গুলি।
মিতালি বর্তমানে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Read the full story in English