ফের বিস্ফোরক দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই আদালতের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুললেন তিনি। পরিসংখ্যান পেশ করে বোঝালেন বর্তমান পরিস্থিতিতে বিচার ব্যবস্থার সঙ্গে জড়িতদের কাজ করা কতটা কঠিন।
বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের প্রধান বিচারপতি। উপস্থিত হন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুও। সেখানেই বিচারপতি রামানা বিচারবিভাগের পরিকাঠামোর বিরুদ্ধে সোচ্চার হন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, 'আদালতে বিচারবিভাগীয় পরিকাঠামোর বিষয়টি ভারতে সবসময়ই অগ্রাধিকারের তালিকায় পিছনে থাকে। এই মানসিকতার জন্যই দেশে আদালতগুলির পরিকাঠামো এখনও জরাজীর্ণ। এর ফলে খুব সক্রিয়ভাবে কাজ করতে অসুবিধা হচ্ছে।'
তাঁর দাবি, 'দেশের মাত্রা ৫ শতাংস আদালতে স্বাস্থ্য পরিষেবার বন্দোবস্ত রয়েছে, ভূভারতে এখনও ২৬ শতাংশ আদলতে মহিলাদের পৃথক শৌচালয় নেই। ১৬ শতাংশ আদালতে পুরুষদের জন্য কোনও শৌচালয় নেই। ৫০ শতাংশ আদালতে কোনও গ্রন্থাগার ও ৪৬ শতাংশ আদলত চত্তরে শুদ্ধ পানীয় জলের কোনও আয়োজন নেই।'
বিচারপতি রামানা সাফ বলেন, 'এই পরিকাঠামোয় কারোর পক্ষেই তাঁর শ্রেষ্ঠত্ব দিয়ে কাজ করা সম্ভব নয়। কিছু ভালো পেতে হলে পরিকাঠামোর উন্নয়ন প্রয়োজন।' আদালতের পরিকাঠামো ঠিক করতে ইতিমধ্যেি তিনি কেন্দ্রীয় আইন মন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন বলে জানান দেশের প্রধান বিচারপতি। তাঁর আশা কেন্দ্রীয় মন্তচ্রী শীর্ঘই সেই প্রস্তাব পাস করবেন ও কাজ শুরু করবেন।
ভারতের আদালতগুলি সাংবিধানিক অধিকার নিশ্চিত করে এবং প্রশাসনিক ক্রিয়াকলাপের বিরুদ্ধে দেশবাসীকে সুরক্ষা প্রদান করে বলে জানান বিচারপতি রামানা। তাঁর কথায়, 'অনেক সময় মানুষ আদালতের কাছে যেতে আগ্রহ বোধ করেন না। তবে এই ধারণা দূর করার সময় এসেছে। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন