সাধারণ ভাবে বিমানেই যাতায়াত করেন বিচারপতিরা। কিন্তু এখন সে সুযোগ নেই। ট্রেনও বন্ধ। অথচ প্রধান বিচারপতির দায়িত্ব নিতে হবে নির্ধারিত সময়ের মধ্যেই। অগত্যা গাড়িতেই দু'হাজার কিলোমিটার পথ পেরিয়ে মুম্বই ও মেঘালয়ের পথে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।
বিচারপতি দীপঙ্কর দত্ত আগামী ২৮ এপ্রিল বোম্বে হাইকোর্টে শপথ নেবেন। শনিবারই সস্ত্রীক সড়কপথে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। মুম্বই পৌঁছতে প্রায় প্রায় ৪০-৪৫ ঘণ্টার মত সময় লাগবে। অন্যদিকে, এলাহাবাদ হাইকোর্টে কর্মরত বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার সেখান থেকে প্রায় ৮০০ কিলোমিটার পথ উজিয়ে কলকাতা এসেছেন। আবার কলকাতা থেকে ১,২৭০ কিলোমিটার পথ পেরিয়ে শিলংয়ে পৌঁছবেন তিনি। ইতিমধ্যেই সস্ত্রীক রওনা দিয়েছেন বিচারপতি সমাদ্দার।
আরও পড়ুন- Live- ‘আমাদের এখন মাস্ক পড়তেই হবে’, মন কি বাত-এ মোদী
ঘনিষ্ঠ মহলে বিচারপতি দত্ত জানিয়েছেন যে, গাড়িতে যেতে তাঁর কোনও অসুবিধা নেই। সড়ক পথে এর আগেও তিনি দীর্ঘ সফর করেছেন। তাই কলকাতা থেকে মুম্বই, প্রায় ২ হাজার কিলোমিটার পাড়ি দেওয়া নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। ২০০৬ সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। বিচারপতি দত্তের মত সড়ক পথে পাড়ি দিতে অতটা স্বচ্ছন্দ না হলেও মেঘালয় হাইকোর্টের প্রধানবিচারপতির দায়িত্ব নিতে চলা বিশ্বনাথবাবুকেও সড়ক পথেই যেতে হচ্ছে। মেঘালয় হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি মহম্মদ রফিক ওড়িশা হাইকর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নেবেন। তিনিও গাড়ি করেই পৌঁছবেন ভুবনেশ্বর।
দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত-কে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অন্যদিকে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে নিযুক্ত করা হয় মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন