Advertisment

লোকপাল হিসেবে শপথ নিলেন পিনাকী ঘোষ

পিনাকী ঘোষ ২০১৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কার্যভার শুরু করেন এবং ২০১৭ সালের মে মাসে অবসর গ্রহণ করেন। লোকপাল হিসেবে নিয়োগের আগে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন। 

author-image
IE Bangla Web Desk
New Update
lokpal sworn in

আট লোকপালের শপথ বুধবার

শনিবার দেশের প্রথম লোকপাল হিসেবে শপথ নিলেন বিচারপতি পিনাকী ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। ২০১৪ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রী লোকপাল আইনে সম্মতিজ্ঞাপন করেছিলেন, তার পাঁচ বছর পর এই পদে নিয়োজিত হলেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন এবং প্রবীণ আইনজীবী মুকুল রোহতগির সিলেকশন কমিটি শুক্রবার এক বৈঠকে বিচারপতি পিনাকী ঘোষের নাম পাশ করে।

আরও পড়ুন, লোকপাল কাকে বলে, তার কাজই বা কী, আওতাই বা কতদূর?

পিনাকী ঘোষ ২০১৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কার্যভার শুরু করেন এবং ২০১৭ সালের মে মাসে অবসর গ্রহণ করেন। লোকপাল হিসেবে নিয়োগের আগে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন।

লোকপাল ও লোকায়ুক্ত আইনে কেন্দ্রে লোকপাল ও রাজ্যে লোকায়ুক্ত নিয়োগের কথা বলা হয়েছে। এই আইন ২০১৩ সালে লাগু হয় ও ২০১৪ সালের ১ জানুয়ারি রাষ্ট্রপতির অনুমোদন পায়। সরকারি কর্মীদের দুর্নীতির অভিযোগের তদন্ত করার জন্য এই আইন সূচিত হয়েছিল।

কিন্তু বেশ কারণে এই নিয়োগ থমকে ছিল। বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে এলে ২০১৭ সালের এপ্রিল মাসে শীর্ষ আদালত এ আইনকে অত্যন্ত কার্যকর বলে আখ্যা দেয়।

Read the Full Story in English

Lokpal
Advertisment