দোলের ছবি পোস্ট করে ট্রোলের মুখে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর মুখের সব রঙই যেন সমান্তরাল রেখার মতো। এছাড়া তাঁর সাদা পঞ্জাবির বেশিরভাগটাই পরিস্কার।

মুখ্যমন্ত্রীর মুখের সব রঙই যেন সমান্তরাল রেখার মতো। এছাড়া তাঁর সাদা পঞ্জাবির বেশিরভাগটাই পরিস্কার।

author-image
IE Bangla Web Desk
New Update
Kamal Nath’s Holi photos are desi users latest fodder for memes.

টুইটারে ঠাট্টার বিষয় হয়ে উঠেছে কমল নাথের ছবি।

রঙের অনুষ্ঠানে রাজনীতির রঙ মিলিয়ে দেওয়ার রেওয়াজ এ দেশে দীর্ঘকালের। দোল বা হোলিতে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ নতুন নয়। সব দলের নেতা-নেত্রীরাই এই অনুষ্ঠানে অংশ নিয়ে জনসংযোগ ঝালিয়ে নিতে চান। তবে এবার কিঞ্চিত বেকায়দায় পড়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেসের এই প্রবীণ নেতা দোলের শুভেচ্ছা জানিয়ে নিজের তিনটি রঙিন ছবি পোস্ট করেছিলেন সোশালে। পরনে সাদা পাঞ্জাবি এবং মুখে নানা রঙের আবির। কিন্তু, এ একেবারে অবাক কান্ড! মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখের সব রঙই যেন সমান্তরাল রেখার মতো। এছাড়া তাঁর সাদা পঞ্জাবির বেশিরভাগটাই পরিষ্কার।কমলনাথের এই ছবি টুইটারে ঠাট্টার বিষয় হয়ে উঠেছে। একাংশের মন্তব্য, এটি হোলিতে দেখা সবচেয়ে মজার ছবি।

Advertisment

Advertisment

২০ এবং ২১ মার্চ দেশ জুড়ে দোল বা হোলি উদযাপন হয়েছে। সেই আনন্দ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েই বিপত্তি বাঁধালেন মুখ্যমন্ত্রী কমলনাথ।

Raed the full story in English 

viral