Kangaroo Court in West Bengal's Malda Orders Man to be Burnt Alive; 3 Arrested: ঝামেলা লেগেছিল জমি নিয়ে। অশান্তি চরমে পৌঁছলে নিজেরাই আদালত বসান একদল লোক। ২৯ বছরের এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টা করার অভিযোগে মালদায় তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মালদা পুলিশের এক আধিকারিক।
মালদার হাবিবপুর ব্লকের ঘটনা। পিটিআই সূত্রের খবর অনুযায়ী, কেন্দপুকুর গ্রামে গত মঙ্গলবার রাতে মণ্ডল হাঁসদা নামের এক ব্যক্তিকে খুঁটির সঙ্গে দু'পা বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে উদ্যত হয় জনা কয়েক স্থানীয় মানুষ। পরিবারের সদস্যরা এসে হাসপাতালে নিয়ে যান তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মণ্ডল হাঁসদার শারীরিক অবস্থা সঙ্কটজনক।
আরও পড়ুন: মালদায় পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে হিংসার শিকার তিন বছরের শিশু
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় এক গোষ্ঠী প্রধান, যিনি ক্যাঙ্গারু কোর্ট বসিয়েছিলেন, তাঁকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হাবিবপুরের বিডিও শুভজিৎ জানা।
মণ্ডল হাঁসদা এবং তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয়া একটি জমি সংক্রান্ত বিবাদে জড়িয়ে পড়েছিলেন অনেক দিন ধরেই। আত্মীয়ার কাছে একাধিক বার খুনের হুমকিও আসে। শেষে গ্রাম প্রধানের কাছে অভিযোগ করেন ওই মহিলা। মীমাংসার জন্য ক্যাঙ্গারু কোর্ট বসানো হলে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছিলেন।
গোষ্ঠী প্রধানের নির্দেশে মণ্ডলের হাত পা একটি খুঁটির সঙ্গে বেঁধে তার গায়ে ঢেলে দেওয়া হয় কেরোসিন, জানিয়েছেন সংশ্লিষ্ট ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও)। আগুন নিভিয়ে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।