দেশদ্রোহ মামলায় অভিযুক্ত হিসেবে দিল্লির এক আদালতে হাজিরা দিলেন কানহাইয়া কুমার। এদিন কানহাইয়ার সঙ্গে হাজিরা দেন উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য-সহ নয় জন। এদিনের শুনানিতে দিল্লি পুলিশকে মামলা সংক্রান্ত এফআইআর নথি জমা দিতে নির্দেশ দিয়েছে। ৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। পাশাপাশি এদিন এই ঘটনায় আরও সাত জনের জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে তাঁরা এই ঘটনায় অভিযুক্ত হলেও গ্রেপ্তার হয়নি।
এই ঘটনার দশ অভিযুক্ত হলেন কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য আকিব হাসান, মুনিব হোসেন, উমর গুল, রায়েস রসুল, বসহরৎ আলি, খালিদ ভাট। এর আগে ১৬ ফেব্রুয়ারি এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। সেই চার্জশিট গৃহীত হয় আদালতে। তারপরেই এই দশ জনকে সমন পাঠায় আদালত।
এদিনের শুনানিতে কানহাইয়ার আইনজীবী বলেছেন, পরের শুনানিতে তাঁর মক্কেলকে হাজিরা থেকে রেহাই দেওয়া যায় কিনা। কানহাইয়ার কিছু সামাজিক কর্তব্য আছে। সেই দায়িত্ব পালনে এই আবেদন।