New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/kanakdurgabindu.jpg)
শতাব্দী প্রচীন লিঙ্গ বৈষম্যের বেড়াজাল ভেঙে পর্বত সঙ্কুল শবরীমালা মন্দিরে পৌঁছেছিলেন মধ্য চল্লিশের কণকদুর্গা এবং বিন্দু আম্মিনি।
দক্ষিণপন্থীদের একাংশের হুমকির মুখে এরপর কড়া পুলিশি নিরাপত্তায় একাধিক 'নিরাপদ' আস্তানায় থেকেছেন মধ্য চল্লিশের কণকদুর্গা এবং বিন্দু আম্মিনি। মঙ্গলবার তাঁদের নিজেদের বাসস্থানে পৌঁছে দেওয়া হয়। আর ঠিক এরপরই কণকদুর্গার অভিযোগ সামনে এসেছে।
শতাব্দী প্রচীন লিঙ্গ বৈষম্যের বেড়াজাল ভেঙে পর্বত সঙ্কুল শবরীমালা মন্দিরে পৌঁছেছিলেন মধ্য চল্লিশের কণকদুর্গা এবং বিন্দু আম্মিনি।