Advertisment

Bihar Stampede: মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু সাত পুণ্যার্থীর, পুলিশের ভুমিকা নিয়ে বিরাট প্রশ্ন

গভীর রাতে সিদ্ধেশ্বরনাথ মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Jehanabad stampede

বিহারের জেহানাবাদে (পিটিআই) পদদলিত হওয়ার স্থান থেকে ভিজ্যুয়াল

Bihar Stampede: মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে হুড়োহুড়ি। তার জেরেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ পুণ্যার্থীর।

Advertisment

রবিবার গভীর রাতে সিদ্ধেশ্বরনাথ মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। বিহারের জেহানাবাদেবারাবার পাহাড়ের উপর এই মন্দিরে উপচে পড়েছিল কানওয়ারিদের ভিড়। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে সাত জনের। তাঁদের মধ্যে পাঁচজন মহিলা। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

আহত পুণ্যার্থীর আত্মীয় সুমন কুমার বলেন, 'মর্মান্তিক এই ঘটনার জন্য প্রবল ভিড় ও পুলিশের লাঠিচার্জকে দায়ী করেছেন। তারা জানিয়েছেন, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শুরু হওয়ার আগে থেকে ভক্তদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করায়, পুলিশ ভিড় সামলাতে পারেনি এবং পরিবর্তে তারা লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যার ফলে ঘটে যায় এই দুর্ঘটনা'।

আরও পড়ুন - < Bangladesh Crisis: ‘যখন মুজিবের মূর্তি ভাঙা হয়েছিল আমরাও কেঁদেছিলাম’….! হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে কী কারণ? >

জেহানাবাদ জেলা ম্যাজিস্ট্রেট অলঙ্করিতা পান্ডে বলেছেন, 'আমরা সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। আমরা ঘটনার কারণ খতিয়ে দেখছি। আহতদের জেহানাবাদ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।"

Death bihar
Advertisment