কার্গিল দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিরাট বার্তা রাজনাথের। তিনি কার্গিল যুদ্ধে শহীদদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বলেন, “মুহূর্তটি কখনও ভোলা সম্ভব নয়”।
আজ সারা দেশে পালিত হচ্ছে কার্গিল দিবস। কার্গিল দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য মন্ত্রী ও নেতারা কার্গিলে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেন, 'কার্গিল বিজয় দিবস ভারতের সেই সাহসীদের যোদ্ধাদের আত্মবলিদানকে সামনে নিয়ে আসে। যারা সর্বদা দেশবাসীর অনুপ্রেরণা হয়ে থাকবেন। এই বিশেষ দিনে, শহীদদের প্রতি আমার প্রণাম ও শ্রদ্ধা”।
একই সময়ে, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখের দ্রাস সেক্টরে পৌঁছান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে অর্পন করেন পুষ্পস্তবক। কার্গিল যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, , "যুদ্ধ শুধু দুটি সেনাবাহিনীর মধ্যে নয়, দুটি দেশের মধ্যে ২৬ জুলাই ১৯৯৯ সালে যুদ্ধে জয়ী হওয়ার পরেও, আমাদের বাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি। কারণ আমরা শান্তিপ্রিয়, আমরা ভারতীয় মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস করি।"
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “১৯৯৯ সালে কার্গিলে ভারতকে রক্ষা করতে দেশের সেনারা যে সাহসিকতা দেখিয়েছিল তা ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ আমরা যে মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি তার কারণ হিমাঙ্কের নীচে তাপমাত্রায় বীর সেনারা তাদের কর্তব্য পালন করে চলেছেন’।
তিনি আরও বলেন, “আমি সেই সাহসী সেনাদের স্যালুট জানাই যারা মাতৃভূমিকে রক্ষা করার জন্য সর্বস্ব উৎসর্গ করেছেন”। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজকের বিশেষ এই দিন উপলক্ষে লখনউতে কার্গিল শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তাদের হাতে একটি স্মারক ও একটি শালও তুলে দেন।
এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “ভারত আত্মসম্মানের সঙ্গে কখনও আপস করে না”। আমার জন্য আজকের এই মুহূর্ত এক আবেগঘন মুহূর্ত।
অন্যদিকে, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে দ্রাস সেক্টরে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি কার্গিল দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেছেন, 'কার্গিল বিজয় দিবস কোটি কোটি দেশবাসীর কাছে সম্মানের এক মুহূর্ত। আমি কার্গিলের দুর্গম পাহাড়ে তেরঙ্গা উত্তোলন করে দেশের অখণ্ডতা অক্ষুণ্ন রাখার জন্য আপনার উৎসর্গকে সালাম জানাই’।