/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_5a4eb9.jpg)
কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে ২৪ থেকে ২৬ জুলাই দ্রাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Kargil Vijay Diwas: কার্গিল বিজয় দিবস ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। প্রত্যেক বছর ২৬ জুলাই দিনটি 'কার্গিল বিজয়' দিবস পালন করা হয়। এবারের কার্গিল বিজয় দিবসের ২৫ তম বর্ষ উদযাপনে লাদাখ পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
২৬ জুলাই ২৫ তম কার্গিল বিজয় দিবস। আজ লাদাখে 'কার্গিল ওয়ার মেমোরিয়ালে' পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রধানমন্ত্রী মোদী কার্গিল যুদ্ধে শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভারত চলতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উদযাপন করছে। ২৫ বছর আগে এই দিনে ভারতীয় সেনাবাহিনী তার বীরত্ব ও সাহসিকতার এক নজির সৃষ্টি করেছিল। এই উপলক্ষে শুক্রবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাদাখে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কার্গিল যুদ্ধে নিহত সেনা অফিসারদের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলবেন তিনি।
#WATCH | Ladakh: Prime Minister Narendra Modi at the Kargil War Memorial in Kargil
He paid tribute to the heroes of the Kargil War on the occasion of 25th #KargilVijayDiwas2024pic.twitter.com/dHLZmDMdi0— ANI (@ANI) July 26, 2024
কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
কার্গিল বিজয় দিবস উপলক্ষে বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, '২৬ জুলাই প্রত্যেক ভারতীয়র জন্য একটি বিশেষ দিন। এবার আমরা ২৫তম কার্গিল বিজয় দিবস উদযাপন করব। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, 'আমাদের দেশকে যারা প্রাণ দিয়ে রক্ষা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ ভাবে পালিত হচ্ছে আজকের এই দিন'। পাশাপাশি মোদী কার্গিল ওয়ার মেমোরিয়াল পরিদর্শনের পাশাপাশি সাহসী বীর শহীদদের এদিন শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন - < Naveen Jindal: বিমানে মহিলা সহযাত্রীকে যৌন নির্যাতন, জিন্দাল স্টিলের শীর্ষ কর্তার বিরুদ্ধে বিরাট অভিযোগ >
#WATCH | Ladakh: Indian Army Chief Gen Upendra Dwivedi lays a wreath at the Kargil War Memorial in Drass and pays tribute to soldiers who lost their lives in the 1999 Kargil War.
#KargilVijayDiwas2024pic.twitter.com/FS1WaS2Zsd— ANI (@ANI) July 26, 2024
বিশ্বের সর্বোচ্চ টানেলের কাজের উদ্বোধন
প্রধানমন্ত্রী মোদী তাঁর লাদাখ সফরের সময় শিনকুন লা টানেল প্রকল্পের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, লেহ-এর সঙ্গে যোগাযোগ উন্নত করতে এই টানেল প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজ সম্পুর্ণ হলে শিনকুন লা হবে বিশ্বের সর্বোচ্চ টানেল। কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে ২৪ থেকে ২৬ জুলাই দ্রাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
कारगिल विजय दिवस सेना के वीर जवानों के शौर्य के अटूट संकल्प का प्रतीक है। कारगिल के युद्ध में वीर जवानों ने हिमालय की दुर्गम पहाड़ियों में पराक्रम की पराकाष्ठा का परिचय देते हुए दुश्मन की सेना को घुटने टेकने पर मजबूर किया और कारगिल में पुन: तिरंगा लहराकर देश को गौरवान्वित किया।… pic.twitter.com/X5dPILDqkU
— Amit Shah (@AmitShah) July 26, 2024
কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এক্স-এ লিখেছেন- 'দেশ কখনও শহীদদের আত্মত্যাগ ভুলবে না'। আজকের এই বিশেষ দিনে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ৫২৭ জন সৈন্য শহীদ হয়েছিলেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/cats_739ae7.jpg)
25वें ‘कारगिल विजय दिवस’ के अवसर पर हमारे वीर सैनिकों, उनके परिवारों और सभी भारतीयों को बधाई।
कारगिल युद्ध में हमारी मातृभूमि की रक्षा करते हुए सर्वोच्च बलिदान देने वाले हमारे वीरों की शहादत को हम सिर झुकाकर नमन करते हैं।
हमें उनके अदम्य साहस व पराक्रम पर गर्व है।
जय हिंद।… pic.twitter.com/mLTrU4xnHG— Mallikarjun Kharge (@kharge) July 26, 2024