কর্নাটকের ১৪ জন বিদ্রোহী বিধায়ককে বরখাস্ত করলেন বিধানসভার অধ্যক্ষ রমেশ কুমার। আগামিকাল, সোমবারই কর্নাটকের নবনিযু্ক্ত মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার আস্থা ভোট। তার ২৪ ঘন্টা আগে নতুন করে নাটক তৈরি হল রাজ্যের রাজনীতিতে।
এক সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন ১১ জন বিদ্রোহী কংগ্রেস বিধায়ক ও তিনজন জেডিএস বিধায়ককে বর্তমান বিধানসভার পুরো সময়কালের জন্য তিনি বরখাস্ত করেছেন। এর অর্থ, পঞ্চদশ বিধানসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই বিধায়করা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
অধ্যক্ষ কুমার বলেন, আমি আমার বিচারবিভাগীয় বিবেকের সাহায্য নিয়েছি। এর আদে বৃহস্পতিবার তিন বিদ্রোহী কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে তিনি একই সাজা ঘোষণা করেন। সেদিনই কুমার বলেছিলেন দুদিনের মধ্যে বাকি বিষয়গুলি সম্পর্কে তাঁর সিদ্ধান্ত জানাবেন তিনি।
এই বরখাস্তের সিদ্ধান্তের ফলে বিধানসভার ক্ষমতা কমে দাঁড়াল ২০৯-এ, এবং সংখ্যাগরিষ্ঠতার নির্ণায়ক কমে দাঁড়াল ১০৫-এ। বিজেপির পক্ষে এখন ১০৫টি ভোট, এবং সঙ্গে একজন নির্দলের ভোট থাকায় ইয়েদুরাপ্পা নিরাপদেই রয়েছেন।
কর্নাটকের রাজনৈতিক সংকট তৈরি হয় কংগ্রেস ও জেডিএসের ১৬ জন বিধায়ক পদত্যাগ করার পর। এই গণপদত্যাগের জেরে ১৪ মাসের কুমারস্বামী নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। অনেক বিধায়কইবিজেপি নেতাদের কাছ থেকে আশ্বাস পেয়েছিলেন, তাঁরা বরখাস্তের সিদ্ধান্তের তোপে পড়বেন না। কংগ্রেস-জেডিএস কোয়ালিশন সরকার আস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতা নেওয়ার দাবি করে বিজেপি।
Read the Full Story in English