যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত বিজেপি বিধায়ক রমেশ জারকিহোলি এবার আরও বিপাকে। মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেও রেহাই পাচ্ছেন না তিনি। এবার গ্রেফতারির মুখে কর্ণাটকের বিধায়ক। মঙ্গলবারই বেঙ্গালুরুর আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা মহিলা। তিনি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যৌন নিগ্রহ এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।
গত ২ মার্চ থেকে ওই তরুণীর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। ওইদিনই স্থানীয় একটি টিভি চ্যানেল সেই যৌন কেলেঙ্কারির ভিডিও সম্প্রচার করে। এরপর এতদিন বেপাত্তা থাকার পর মঙ্গলবার দুপুরে বিচারকের কাছে তাঁকে হাজির করেন তাঁর আইনজীবীরা। গত ২৬ মার্চ বেঙ্গালুরু পুলিশকে ওই তরুণীর আইনজীবীরা একটি লিখিত অভিযোগ পাঠান। তারপর ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৭৬ সি ধারায় বিধায়কের বিরুদ্ধে যৌন নিগ্রহ এবং ধর্ষণের অভিযোগ দায়ের করে পুলিশ।
নিজের অভিযোগে ওই তরুণী প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নাম করে যৌনতার কথা উল্লেখ করেছেন। পরে প্রতিশ্রুতি রাখেননি বলে দাবি নির্যাতিতার। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিডিও কলে অশ্লীল কথোপকথন, তারপর বেঙ্গালুরুতে নিজের ফ্ল্যাটে ডেকে তরুণীকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে।
মঙ্গলবার নির্যাতিতার আইনজীবী কে জগদীশ বলেছেন, আমরা নির্যাতিতাকে আদালতে হাজির করার কথা দিয়েছিলাম, এবং সেটা রেখেছি। সেখানে বিচারকের কাছে নিজের গোপন জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা। এবার পুলিশ নিজের কর্তব্য পালন করুক এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করুক। প্রাক্তন মন্ত্রী কোনও ভয়ডর ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে, রাজ্যের তরফে গঠিত সিট বিধায়কের পাল্টা ব্ল্যাকমেল, তোলাবাজির অভিযোগের তদন্ত করছে। এছাড়াও তরুণীর পরিবার অভিযোগ করেছিল, তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছিল, তারও তদন্ত চলছে।