Advertisment

'মায়াদয়া না করে শুটআউটে মেরে ফেলুন'

"উনি (নিহত নেতা প্রকাশ) ভালো লোক ছিলেন, কেন ওঁকে মারল জানি না। ওদের (হত্যাকারীদের) শুটআউটে মেরে ফেলুন, মায়াদয়া করবেন না, কোনো সমস্যা নেই।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এক্সপ্রেস ছবি: রেণুকা পুরী

বেফাঁস মন্তব্য করে এবার বিপাকের মুখে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে শোনা গেছে, সম্ভবত রাজ্যের কোনো উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে তিনি নির্দেশ দিচ্ছেন, জনতা দল সেক্যুলার (জেডিএস) নেতা প্রকাশের হত্যার যেন প্রতিশোধ নেওয়া হয়।

Advertisment

ভিডিওটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। তাতে কুমারস্বামী বলছেন, "উনি (নিহত নেতা প্রকাশ) ভালো লোক ছিলেন, কেন ওঁকে মারল জানি না। ওদের (হত্যাকারীদের) শুটআউটে মেরে ফেলুন, মায়াদয়া করবেন না, কোনো সমস্যা নেই।"


বিজয়পুরা জেলায় পৌঁছনো মাত্রই কুমারস্বামীকে হত্যা সংক্রান্ত রিপোর্ট দেয় গোয়েন্দা বিভাগ।জেডিএস নেতা ও প্রাক্তন জেলা পরিষদের সদস্য এইচ প্রকাশকে দক্ষিণ কর্ণাটকের মান্ডিয়া জেলায় সোমবার হত্যা করে চারজন দুষ্কৃতী। অভিযুক্তরা এর আগে অন্য দুটি খুনের মামলায় গ্রেফতার হয়, এবং বর্তমানে জামিনে মুক্তি পেয়েছে।

মুখ্যমন্ত্রী পরে বলেন, "আবেগের বশবর্তী হয়েই" বেফাঁস মন্তব্য করেছেন তিনি। "মায়াদয়া না করে মেরে ফেলার কথা কোনো অর্ডার হিসেবে বলি নি। সেই মুহূর্তে আবেগের বশে বলেছি। যারা মেরেছে তারা অন্য দুটি খুনের মামলায় জেলে ছিল। দুদিন আগে জামিন পেয়ে বেরিয়েই আরেকটা খুন (প্রকাশকে) করল। এইভাবে জামিনের অপব্যবহার করছে ওরা।"

মাড্ডুর থানার সূত্রে জানা গিয়েছে, বছর পঞ্চাশের প্রকাশকে সম্ভবত ব্যক্তিগত শত্রুতার জেরে সোমবার সন্ধ্যায় দা এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে চারজন। পরে সেই আঘাতের ফলে মৃত্যু হয় তাঁর। অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

karnataka H D Kumaraswamy Murder
Advertisment