Advertisment

হিজাব বিতর্ক থামাতে হস্তক্ষেপ কর্নাটক সরকারের, জারি পোষাকবিধির নির্দেশিকা

স্কুল-কলেজে পড়ুয়াদের পোশাকবিধি নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার৷

author-image
IE Bangla Web Desk
New Update
Hijab row Karnataka CM Bommai asks students to follow rules till HC decision

হিজাব পরায় স্কুলে ঢুতে বাধা পড়ুয়াদের।

হিজাব বিতর্ক থামাতে মরিয়া কর্নাটকের বিজেপি সরকার। স্কুল-কলেজে পড়ুয়াদের পোশাকবিধি নিয়ে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার৷ নির্দেশিকায় উল্লেখ, যে পোশাক সমতা ও একতা নষ্ট করে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি করতে পারে তা পরা চলবে না৷ কর্নাটকের স্কুল-কলেজগুলিতে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন পোশাকবিধি নিয়ে নয়া নির্দেশিকা ঘিরে জোর চর্চা চলছে।

Advertisment

শনিবার রাজ্যের শিক্ষা দফতর পরিষ্কার জানিয়ে দেয়, সমস্ত সরকারি স্কুলগুলিতে সরকার নির্দেশিত পোশাকবিধি মেনেই চলতে হবে৷ অর্থাৎ হিজাব বা গেরুয়া চাদর এসব কিছুই পরা চলবে না৷ বেসরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকবিধি ঠিক করবে সংশ্লিষ্ট স্কুলের পরিচালন সমিতি৷ একই ভাবে সরকার নিয়ন্ত্রিত কলেজের ক্ষেত্রে পোশাকবিধি সংক্রান্ত সিদ্ধান্ত নেবে কলেজ ডেভেলপমেন্ট বোর্ড৷ শিক্ষা আইনের ১৯৮৩ ধারার উল্লেখ করে রাজ্যের বিজেপি সরকার জানিয়েছে, সবার একই ধরনের পোশাক পরা বাধ্যতামূলক৷

গত কয়েকদিন ধরে কর্নাটকের স্কুল ও কলেজগুলিতে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছে৷ অভিযোগ, হিজাব পরে আসায় একাধিক স্কুল ও কলেজে ছাত্রীদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে৷ যার পক্ষে-বিপক্ষে তর্ক চরমে৷ পাল্টা একদল হিন্দু ছাত্রও গেরুয়া চাদর জড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া শুরু করে৷ গোটা ঘটনায় রাজনৈতিক রঙ লাগতে বেশি দেরি হয়নি৷

এরই মধ্যে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ দিন টুইটে তিনি লেখেন, ‘হিজাব পরে ছাত্রীদের ঢুকতে না দিয়ে ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে৷’

ফলে হিজাব বিতর্কে ইতি টানতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল কর্নাটক সরকার৷ এদিন একটি নির্দেশিকা জারি করা হয়৷

Read in English

Hijab karnataka
Advertisment