কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ইসরো প্রধানের সঙ্গে দেখা করেছেন, চন্দ্রযান-৩ এর সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ ISRO-এর সমস্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
চন্দ্রযান-৩-এর সাফল্যের পর ইসরো প্রধান সোমনাথের সঙ্গে দেখা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ISRO-এর হাই-ভোল্টেজ মিশন চন্দ্রযান- ৩-এর সাফল্যের জন্য সিদ্দারামাইয়া তাঁকে অভিনন্দন জানিয়েছেন। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার মডিউল সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার একদিন পরে, কর্ণাটক সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান এবং অন্যান্য ৫০০ বিজ্ঞানীকে সংবর্ধনা দেবে কর্ণাটক সরকার। বিধান সৌধে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা দেবে কর্ণাটক সরকার। আগামী ২রা সেপ্টেম্বর চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়েছে বলেই জানা গিয়েছে।
গোটা দেশ ISRO-এর ঐতিহাসিক জয় উদযাপন করছে। প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতা ISRO-এর এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছেন। ব্রিকস সম্মেলনে যোগ দিতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে মোবাইলে ইসরো প্রধান সোমনাথের সঙ্গে কথা বলেন মোদী, তিনি বলেন, ‘সাফল্যের জন্য ইসরোর গোটা টিমকে অভিনন্দন’।
তাৎপর্যপূর্ণভাবে, ২৩ আগস্ট, চন্দ্রযান-৩ সফট ল্যাণ্ডিংয়ের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। ভারত এই মিশনে সফলতার মধ্যে দিয়ে ইতিহাস তৈরি করেছে এবং চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হিসাবে নিজের নাম নথিভুক্ত করেছে। মিশনের সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'যখনই আমরা নিজের চোখে ইতিহাস তৈরি হতে দেখি, জীবন ধন্য হয়ে যায়। দেশ আজ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে, যেখানে পৃথিবীর অন্য কোনো দেশ এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। এই বিশেষ দিনটির পর বদলে যাবে চাঁদ সংক্রান্ত সকল ধ্যান ধারণা। এখন আমাদের দেশ ভারত চাঁদে’।