বুধবারও নিষ্পত্তি হল না কর্নাটকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে হিজাব বিতর্কের। ওই মামলা বৃহত্তর-বেঞ্চে পাঠানো হয়েছে। বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের বেঞ্চ সাংবিধানিক এক্তিয়ারের প্রশ্ন তুলে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর নির্দেশ জারি করেছে।
উদুপির একটি সরকারি প্রাক-ইউনির্ভাসিটি কলেজে হিজাব নিষিদ্ধ বলে জানায় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত পাঁচ পড়ুয়া কর্নাটক হাইকোর্টে মামলা করেন।
এদিকে, প্রতিবাদ-আন্দোলন যাতে আর মাথাচাড় না দেয় তার জন্য কড়া পদক্ষেপ করেছে কর্নাটক সরকার। এমনিতেই আজ থেকে ৩ দিন রাজ্যের সব হাইস্কুল ও কলেজ বন্ধের ঘোষণা করে হয়েছিল। এবার সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, আগামী ২ সপ্তাহ বেঙ্গালুরুর স্কুল, প্রি ইউনির্ভাসিটি কলেজ, ডিগ্রি কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের গেটের ২০০ মিটারের ব্যাসার্ধের মধ্যে কোনও বিক্ষোভ দেখানো যাবে না।
হিজাব বিতর্কে মুখ খুলেছেন, ভারতীয় জনতা পার্টির সাংসদ হেমা মালিনী। তাঁর কথায়, 'স্কুল কলেজ শিক্ষার জায়গা, সেখানে ধর্মীয় আচার, আচরণের কোনও স্থান নেই। প্রত্যেক স্কুল, কলেজের পড়ুয়াকে পোশাকবিধি মেনে চলতে হবে। এর বাইরে যেকেউ তাঁর ইচ্ছা মত পোশাক পড়তে পারে।'
তবে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ব্যক্তি স্বাধীনতার উপর জোর দিয়েছেন। বলেছেন, 'পোশাক পরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে একজন মহিলার। তা বিকিনিই হোক বা ঘুঙ্ঘট বা হিজাব।'
কর্নাটকের বিভিন্ন প্রান্তে হিজাব নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। যদিও আদালত এই বিতর্কে পড়ুয়া ও রাজ্যবাসীকে শান্তির পরিবেশ বজায় রাখতে আবেদন জানিয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী-সহ রাজ্যের জনগণকে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে আবেদন জানিয়েছেন।
Read in English