Advertisment

হিজাব মামলা: 'জাতীয় ইস্যু বানাবেন না', জরুরি শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

হিজাব ইস্যুতে কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন করেছিলেন হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
hijab row supreme court

হিজাব মামলায় আপাতত হস্তক্ষেপে নারাজ দেশের শীর্ষ আদালত।

হিজাব ইস্যুতে কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন করেছিলেন হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। 'সঠিক সময়' মামলার বিষয়ে সুপ্রিম কোর্ট শুনবে বলে শুক্রবার জানিয়েছেন প্রধান বিচারপতি এন ভি রামানা।

Advertisment

বৃহস্পতিবার কর্নাটক হাইকোর্টর অন্তর্বর্তী নির্দেশ ছিল যে, যতদিন না হিজাব সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে, ততদিন হিজাব-সহ কোনও ধরনের ধর্মীয় পোশাক স্কুল ও কলেজে পরা যাবে না। আদালত জানায়, 'ফের শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালু হোক। আমরা চাই রাজ্যে শান্তি ফিরুক। বিষয়টির যতদিন না নিষ্পত্তি হচ্ছে, ততদিন যেন কোনও অশান্তির ঘটনা না ঘটে এবং কেউ যেন ধর্মীয় উস্কানি না দেয়।'

কর্নাটক হাইকোর্টের এই অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করেই দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দায়ের করেন আইনজীবী দেবদত্ত কামাত। তাঁর আবেদনে উল্লেখ ছিল, কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ মুসলিম ছাত্রীদের প্রভাবিত করবে।

রাজ্যের তরফে এ দিন ব্যাটন ধরেছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা। আদালতে তিনি জানান,
হাইকোর্টের চূড়ান্ত আদেশ এখনও আসেনি, আইনজীবী কামাতের তা নির্দেশ করা উচিত ছিল। জবাবে, কামাত জানান যে, তিনি স্পেশাল লিভ পিটিশনে সেটা উল্লেখ করেছিলেন।

এরপরই প্রধান বিচারপতি আইনজীবী কামাতের উদ্দেশ্যে বলেন, 'জানি কি হচ্ছে, বেশি কিছু বলতে চাই না। এই জিনিসগুলিকে বৃহত্তর স্তরে ছড়িয়ে দেবেন না… আপনাকেও ভাবতে হবে যে এই ইস্যুগুলি জাতীয়স্তরে আরও বৃহত্তরভাবে তুলে ধরতে দিল্লিতে টেনে আনা ঠিক হবে কি না।'

Read in English

supreme court karnataka Karnataka High Court Hijab Hijab row
Advertisment