Advertisment

কর্নাটকে ভয়াবহ বিস্ফোরণ, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। মৃত্যর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বহস্পতিবার রাতে জোড়াল বিস্ফোরণে কেঁপে ওঠে কর্নাটকের শিবমোগ্গা। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। মৃত্যর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবারই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisment

বিস্ফোরণের ঘটনায় নিজের উদ্বেগ ও বেদনার কথা টুইট বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারবর্গেকে সমবেদনা জানিয়েছেন মোদী। রাজ্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করছে বলেও জানান তিনি।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শিবামোগ্গা বিস্ফোরণের ঘটনার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

কর্নাটকের এডিজিপি আইন শৃঙ্খলা প্রতাপ রেড্ডি জানিয়েছেন, বিস্ফোরণ শিমোগ্গার গ্রামীণ থানা এলাকায় ঘটেছে। হুনাসোদু গ্রামের কাছে বিস্ফোরণ ঘটে। ঘটনায় বেশকিছু বাড়ির কাঁচ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। কেউ কেউ ঘটনায় ভূমিকম্পের জল্পনাও করলেও পরে নিশ্চিত হওয়া গিয়েছে যে সেটি বিস্ফোরণই ছিল। এক পুলিশ কর্তা জানিয়েছেন, একটি লরিতে করে জিলাটিন নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news karnataka
Advertisment