নাবালিকাকে যৌন নির্যাতনের মারাত্মক অভিযোগ। নাবালিকার অভিযোগের ভিত্তিতে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
নাবালিকাকে যৌন হয়রানির মারাত্মক কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা বিএস ইয়েদিউরপ্পার বিরুদ্ধে। নাবালিকার অভিযোগের ভিত্তিতে প্রবীণ বিজেপি নেতার বিরুদ্ধে POCSO আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
নাবালিকার দায়ের করা এফআইআরে বলা হয়েছে যে নাবালিকা মেয়েটি যখন তার মায়ের বিরুদ্ধে প্রতারণার ঘটনায় সাহায্য চাইতে বিএস ইয়েদিউরপ্পার কাছে গিয়েছিলেন তখন তিনি তাকে যৌন নির্যাতন করেন।
পুলিশ সূত্রের জানা গিয়েছে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে POCSO আইনের 8 নং ধারা এবং ভারতীয় দণ্ডবিধির 354 A ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।