Advertisment

দীর্ঘ প্রতীক্ষার পর আজ খুলল কর্তারপুর করিডর

কর্তারপুর যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর সাড়ে ১২টা নাগাদ ডেরা বাবা নানকে জনসভায় বক্তব্যও রাখেন নমো।

author-image
IE Bangla Web Desk
New Update
kartarpur corridor, কর্তারপুর করিডর, কর্তারপুর, কর্তারপুর করিডরের উদ্বোধন, কর্তারপুরের খবর, kartarpur corridor live news, kartarpur corridor today, কর্তারপুর করিডরের খবর, kartarpur sahib corridor, kartarpur sahib corridor today, kartarpur sahib corridor live, kartarpur sahib corridor inauguration, kartarpur sahib corridor inauguration live, pm modi kartarpur sahib corridor inauguration, pm modi, modi lice, live modi, modi live news, pm narendra modi, narendra modi, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোদি,

ভারতীয় তীর্থযাত্রীদের কর্তারপুর যাত্রার সূচনা করবেন মোদী। ছবি: গুরমিত সিং, ইন্ডিয়ান এক্সপ্রেস।

অবশেষে আজ খুলছে বহুপ্রতীক্ষীত কর্তারপুর করিডর। ভারতের পাঞ্জাবের ডেরা বাবা নানক সৌধের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাবের নারওয়াল জেলার কর্তারপুর সাহিবের সঙ্গে সংযোগকারী এই করিডর। ভারতীয় তীর্থযাত্রীদের কর্তারপুর যাত্রার শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ডেরা বাবা নানকে জনসভায় বক্তব্য রাখেন মোদী। ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে কর্তারপুর করিডরের উদ্বোধন করবেন পাকিস্তান।

Advertisment

আরও পড়ুন: Ayodhya Verdict Live Updates: আজ অযোধ্যা মামলার সুপ্রিম রায়

প্রথম দফায় ৫৫০ জনেরও বেশি ভারতীয় শিখ তীর্থযাত্রী কর্তারপুর দর্শন করবেন। যাঁদের মধ্যে রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর পরিবার। এছাড়া এই তালিকায় রয়েছেন আরও ১৫০-১৬০ জন অতিথি অভ্যাগত। যাঁদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল ও তাঁর স্বামী এবং পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদল।

আরও পড়ুন: এক নজরে অযোধ্যা মামলার ইতিবৃত্ত

সূত্র মারফৎ জানা যাচ্ছে, উদ্বোধনের দিন ভারত ও অন্য দেশ থেকে প্রায় ১০ হাজার শিখ তীর্থযাত্রী কর্তারপুর যাবেন। কর্তারপুরে উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পাক সেনা। পাঞ্জাব প্রদেশ থেকে ৬০০ জনেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, কর্তারপুরে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের পাসপোর্ট লাগবে বলে জানিয়েছে পাক সেনা। তবে কর্তারপুরে যেতে ভিসা লাগবে না।

Read the full story in English

International news national news
Advertisment