কর্তারপুর করিডর গেলে পাসপোর্ট লাগবে ভারতীয় তীর্থযাত্রীদের। পাক সেনার তরফে এমন কথাই জানানো হল। গুরুদ্বার দরবার সাহিব দর্শনে ভারতীয় তীর্থযাত্রীদের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে বলে আগেই জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর বহু প্রতীক্ষীত কর্তারপুর করডির খোলার কথা।
আরও পড়ুন: ‘বাবরি শরিয়ায় মসজিদই ছিল এবং থাকবে, কিন্তু সুপ্রিম রায় মেনে নেব’
এ প্রসঙ্গে পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর পাক সংবাদমাধ্যমে বলেন যে, নিরাপত্তার স্বার্থে পাসপোর্ট লাগবে। কর্তারপুরে যেতে পাসপোর্ট লাগবে কিনা সে ব্যাপারে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করে জানাতে বলে ভারত। সেই প্রেক্ষিতে একথা জানান পাক সেনার মুখপাত্র।
আরও পড়ুন: আটক কেন্দ্র স্থান বাড়ন্ত, তবু বেঙ্গালুরুতে চলছে বাঙালি অনুপ্রবেশকারী ধরপাকড়
উল্লেখ্য, গুরুনানকের ৫৫০তম জন্মবার্ষিকীর সময়ই খোলা হচ্ছে কর্তারপুর করিডর। কর্তারপুর করিডর প্রসঙ্গে প্রজেক্ট ডিরেক্টর আতিফ মাজিদ আগে জানিয়েছিলেন, ভারতীয় শিখ তীর্থযাত্রীদের জন্য প্রায় ৭৬টি অভিবাসন কেন্দ্র খোলা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কর্তারপুরে দরবার সাহিবের সঙ্গে পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানক সৌধের সংযোগকারী এই করিডর। জানা গিয়েছে, রোজ ৫ হাজার তীর্থযাত্রী যেতে পারবেন সেখানে। তবে কর্তারপুরে যেতে ভিসা লাগবে না।
Read the full story in English