Kash Patel Bhagavad Gita Oath: ভারতীয় হিসাবে আপনারও গর্ব হবে, গীতায় হাত রেখে FBI-এর ডিরেক্টর হিসাবে শপথ কাশের, দেখুন ভিডিও

Kash Patel Bhagavad Gita Oath: ভগবত গীতায় হাত রেখে এফবিআইয়ের নবম ডিরেক্টর হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। গুজরাটের আনন্দ জেলার ভদ্রন গ্রামের আদি বাসিন্দা ছিল কাশের পরিবার।

author-image
IE Bangla Web Desk
New Update
Kash Patel Bhagavad Gita Oath

ভারতীয় হিসাবে আপনারও গর্ব হবে, ভগবত গীতায় হাত রেখে FBI-এর ডিরেক্টর হিসাবে শপথ কাশের, দেখুন ভিডিও Photograph: (ফাইল ছবি)

Kash Patel Bhagavad Gita Oath: ভগবত গীতায় হাত রেখে এফবিআইয়ের নবম ডিরেক্টর হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। গুজরাটের আনন্দ জেলার ভদ্রন গ্রামের আদি বাসিন্দা ছিল কাশের পরিবার। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হাজির ছিলেন কাশের পরিবারের সদস্যরাও। 

Advertisment

শনিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর নবম ডিরেক্টর হিসেবে শপথ গ্রহণ করেন ইন্দো-আমেরিকান কাশ। এদিন তিনি ভগবত গীতার উপর হাত রেখে শপথ গ্রহণ করেন। কাশকে শপথবাক্য পাঠ করান মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

পথ গ্রহণের পর, প্যাটেল তার ভাষণে বলেন, "আমি আমেরিকানদের স্বপ্নের মধ্যেই বেঁচে আছি। যারা মনে করেন আমেরিকানদের স্বপ্নের মৃত্যু হয়েছে  তারা আমার দিকে তাকান। আপনি একজন ভারতীয় বংশোদ্ভূত হয়েও  বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতির গোয়ান্দা সংস্থার নেতৃত্ব দিতে চলেছি। বিশ্বের অন্য কোথাও এই দৃশ্য দেখা যাবে না।"

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যাটেলের প্রশংসা করে বলেন, "আমি কাশ প্যাটেলকে পছন্দ করি এবং তাকে এই পদে নিয়োগ করতে চেয়েছিলাম কারণ সংস্থার এজেন্টরা তাকে যথেষ্ট সম্মান করে। তিনি এই পদের জন্য সর্বকালের সেরা ব্যক্তি হিসেবে প্রমাণিত হবেন।"

Advertisment

এর আগে কাশ প্যাটেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ লিখেছেন, 'এফবিআই-এর নবম ডিরেক্টর হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। আমার উপর অটল আস্থা ও সমর্থনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং  অ্যাটর্নি জেনারেল বন্ডিকে ধন্যবাদ। এফবিআই ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য স্পষ্ট, সাধারণ মানুষের এফবিআইয়ের প্রতি আস্থা ফিরিয়ে আনা'। 

কাশ প্যাটেল লিখেছেন, 'আমরা এমন ভাবে এফবিআই পুনর্গঠন করব যার জন্য প্রতিটি আমেরিকান গর্ব করতে পারেন।' যারা আমেরিকানদের ক্ষতি করতে চাইছেন তারা এখনই সতর্ক হোন। কারণ তারা পৃথিবীর যে কোণেই থাকুক না কেন আমরা তাদের কোন ভাবেই রেয়াত করব না"।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প এফবিআই ডিরেক্টর পদের জন্য কাশ প্যাটেলের নাম সামনে আনেন । বৃহস্পতিবার, সিনেটের ১০০ জন মেম্বারের  মধ্যে ৫১ জন কাশের সমর্থনে ভোট দেন, যেখানে ৪৯ জন এমপি বিরোধিতা করেন। কাশ প্যাটেল একজন রিপাবলিকান হওয়া সত্ত্বেও, কিছু রিপাবলিকান তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

মোদী মন্ত্রীসভার হেভিওয়েট মন্ত্রীর জন্য বিমানে বরাদ্দ ভাঙা আসন! জানাজানি হতেই তুমুল শোরগোল

FBI