৩৭০ ধারার আওতায় কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিল বাংলাদেশ। সে দেশের বিদেশমন্ত্রকের তরফ থেকে জারি করা এক প্রেস বিবৃতিতে বাংলাদেশ জানিয়েছে এ বিষয়টি ভারত সরকারের "আভ্যন্তরীণ বিষয়"।
তবে একই সঙ্গে বাংলাদেশ জানিয়েছে তারা "নীতিগত ভাবে আঞ্চলিক শান্তি ও সুস্থিতি বজায় রাখার পক্ষে। একই সঙ্গে বাংলাদেশ মনে করে সব দেশের উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।"
৩৭০ ধারা নিয়ে সব খবর পড়ুন এখানে
মার্কিন প্রতিরক্ষা সচিবের মুখেও একই কথার প্রতিধ্বনি মিলেছে। প্রতিরক্ষা সচিব মার্ক টি এসপার এ দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে মঙ্গলবার বলেছেন জম্মু কাশ্মীরের সাম্প্রতিক ঘটনাবলী দেশের আভ্যন্তরীণ বিষয় বলে যে অবস্থান ভারত রেখেছে তা যথার্থ।
এই প্রথমবার আমেরিকার তরফ থেকে জম্মু কাশ্মীরের সাম্প্রতিক বিষয়কে ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করা হল। কয়েকদিন আগেই রাশিয়া বলেছিল, জম্মু কাশ্মীরে যে বদল আনা হয়েছে তা সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই এনেছে ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলির মধ্যে রাশিয়াই প্রথম এই মত দিয়েছে।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কাশ্মীর সমস্যাকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে বর্ণনা করেছেন। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময়ে জনসন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিয়েছেন।
কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতায় ফের একবার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি ৭ সামিটে তিনি এ বিষয়টি তুলবেন বলে জানিয়েছেন। ২৪ - ২৬ অগাস্ট ফ্রান্সে ৪৫ তম জি ৭ সামিট অনুষ্ঠিত হবে।