/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ie-Kashmir.webp)
শনিবার কুলগামের এনকাউন্টার সাইটে সেনা কর্মীরা। (এএনআই ছবি)
Kashmir encounter: পরিবার আশা করছিল যে তিনি তার প্রথম সন্তানের জন্মের আনন্দে ছুটিতে বাড়িতে আসবেন। মুহূর্তে আনন্দ পরিণত হল বিষাদে। বাড়িতে এসে পৌঁছালো সেনা কর্মীর নিথর মৃত্যু সংবাদ। কান্নাতে ভেঙে পড়ল পরিবারের সদস্যরা।
শনিবার, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের জেরে দুই সেনার মৃত্যু হয়। তাদের মধ্যে ছিলেন প্রদীপ নয়ন। ২০১৫ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
প্রদীপ একজন প্যারা কমান্ডো ছিলেন এবং তিনি হরিয়ানার বাসিন্দা ছিলেন। মাত্র ২ বছর আগে বিয়ে হয় তার। স্ত্রী সন্তান সম্ভবা। প্রদীপের কাকা সুশীল নয়ন বলেছেন প্রদীপ সব সময় চাইত দেশের জন্য কাজ করতে সেনাবাহিনীতে যোগদান করতে। "সবাই বাড়িতে প্রথম সন্তানের জন্মের মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। তার আর সন্তানের মুখ দেখা হল না"।
জম্মু ও কাশ্মীরের কুলগামে গত শনিবার থেকে চলতে থাকা সেনা অভিযানে নিকেশ হয়েছে ৫ জঙ্গি। কুলগামের পর রাজৌরিতে সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। এই হামলায় এক সেনা জওয়ান গুরুতর আহয় হয়েছেন। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ie-Kashmir-Soldier-Death.jpg)