/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/rahul-satya-pal.jpg)
রাহুল গান্ধী ও সত্য পাল মালিক
জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক রাহুল গান্ধীর কাশ্মীর উপত্যকা পরিদর্শনের জন্য বিমানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলার পরদিনই সে আমন্ত্রণ গ্রহণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার তিনি সত্য পাল মালিককে অনুরোধ করেছেন, তাঁকে যেন বিভিন্ন জায়গায় যাওয়ার, সেখানকার মানুষদের সঙ্গে, মূল ধারার নেতাদের সঙ্গে এবং সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার স্বাধীনতা দেওয়া হয়।
সত্যপাল মালিকের উদ্দেশে করা এক টুইটে রাহুল বলেন, বিরোধী নেতাদের প্রতিনিধিদলের সঙ্গে জম্মু কাশ্মীর ও লাদাখ যাওয়ায় আমন্ত্রণ তিনি গ্রহণ করলেন, কিন্তু তাঁর কোনও বিমান লাগবে না।
রাহুল গান্ধীর টুইটগতকাল সত্য পাল মালিক বলেছিলেন, আমি রাহুল গান্ধীকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাকে একটা বিমান পাঠাব, আপনি পরিস্থিতি দেথে চারপর কথা বলুন। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি এবং আপনার এভাবে কথা বলা উচিত নয়।
রাজ্যপাল বলেছিলেন, তাঁর দলের একজন সংসদে ইডিয়টের মত কথা বলার জন্য রাহুল গান্ধীর লজ্জা পাওয়া উচিত। এদিন সকালেই কংগ্রেস নেতা শশী তারুর সর্বদলীয় প্রতিনিধদলকে কেন কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন টুইটারে।
Read the Full Story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us