Advertisment

বন্দুকের নল অতীত, বদলে যাওয়া কাশ্মীর এখন নতুন সময়ের সরণিতে হাঁটছে

এবছর কাশ্মীরের স্কুলগুলোয় বিচ্ছিন্নতার লড়াইয়ের প্রভাব কম পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kashmir Scholl

আয়েশা আহমেদ শ্রীনগরের দিল্লি পাবলিক স্কুলে পড়ে। বছর ১৭-র মেয়েটি একাদশ শ্রেণির ছাত্রী। এবছরের ২৮ অক্টোবর স্কুলেরই এক অনুষ্ঠানে সে সেভেরাস স্নেইপ সেজেছিল। এই স্কুলে আয়েশা নতুন। এমনিতেই মেয়েটি বেশ লাজুক। অনুষ্ঠান ছাড়া পোশাক-পরিচ্ছদের দিকে বিশেষ নজর তেমন একটা দেয় না। অনুষ্ঠানে লম্বা, কালো পোশাকের সঙ্গে ওভারকোট পড়েছিল আয়েশা। আচমকা এমন পোশাক কেন বাছল মেয়েটি? উত্তরে আয়েশা জানাল, 'স্কুলে একটা অনুষ্ঠান ছিল। আমাদের আর কোনও ক্লাস ছিল না। এই ধরনের অনুষ্ঠান স্কুলে সহপাঠীদের মধ্যে পরিচিতি বাড়ায়।'

Advertisment

তিন বছর অনলাইন ক্লাসের পর চলতি বছরের মার্চেই স্কুলে যোগ দিয়েছে আয়েশা। স্কুলে শীতের দুপুরে সূর্যের নীচে বেঞ্চিতে বসে আয়েশা বলল, 'আমি দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের কনভেন্টে ছিলাম। এই বছর দিল্লি পাবলিক স্কুলে এসেছি। আমি একটু অন্তর্মুখী। তার ওপর অনেক দুশ্চিন্তাও ছিল। কারণ, এতদিন স্কুলে যায়নি। কারও সঙ্গে কথা হয়নি, যোগাযোগ নেই।' গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কাশ্মীরের স্কুলপড়ুয়ারা স্কুলে যাতায়াতে রীতিমতো রেকর্ড করেছে। যেভাবেই হোক, তারা স্কুলে চলে আসছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে উপত্যকার বেশিরভাগ স্কুলই ইতিমধ্যে ২০০ দিনের ধরে চলেছে। আয়েশার স্কুলই যেমন এবছর ২১০ দিন ধরে চলেছে।

আরও পড়ুন- আজ মেসির ফাইনাল পরীক্ষা! পূর্বসূরির মত ‘ভগবান’ হতে পারবেন লিওনেল?

তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাপক বিক্ষোভ, বিচ্ছিন্নতাবাদীদের বনধের ডাক, কারফিউয়ে বারেবারে বিপর্যস্ত হয়েছে কাশ্মীরের জনজীবন। সেই প্রেক্ষাপটকে মাথায় রাখলে, বলতে হয় যে কাশ্মীর বদলে গিয়েছে। অথবা, বদলে যাচ্ছে। অন্তত আয়েশাদের মত উপত্যকার পড়ুয়াদের একাংশের আচার, আচরণ আর স্কুল খোলা থাকার সময়সীমাকে মাথায় রাখলে তো তা-ই বলতে হয়। কারণ, জনজীবন বিচ্ছিন্ন হওয়ার প্রভাব আপামর কাশ্মীরবাসীর ওপর এসে পড়ে। যার জেরে ক্ষতিগ্রস্তু হয় কাশ্মীরের পড়ুয়ারা, তাদের শিক্ষাব্যবস্থা আর অবশ্যই শিক্ষকরাও। কারণ, স্কুলগুলো দীর্ঘসময় ধরে বন্ধ থাকে। এবার কিন্তু, তেমনটা হয়নি। আর, সেটাই যেন কাশ্মীরের স্বাভাবিক পথে হাঁটার ইঙ্গিত।

Read full story in English

school kashmir Terrorist
Advertisment