উপত্যকায় ফের কাশ্মীরি পণ্ডিত নিহত। ঘটনা জম্মু-কাশ্মীরের সোপিয়ানের। পুলিশ জানিয়েছে, আপেল বাগানের মধ্যে জঙ্গিুদের গুলিতে নিহত হয়েছেন পণ্ডিত সুনীল কুমার। গুলিতে গুরুতর জখম হয়েছেন সুনীলের ভাই পিন্টু। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, নিহত সুনীল কুমার সোপিয়ানের ছোটিগাম গ্রামের বাসিন্দা। হামলার সময় আপেল বাগানে কাজ করছিলেন সুনীল ও তাঁর ছোট ভাই পিন্টু। সুনীলের শরীরে দু'টি গুলি লেগেছিল। জঙ্গিদের খোঁজে চিরুণি তল্লাশি চলছে। এই হামলার নেপথ্যে কারা তারই খোঁজ চলছে।
সম্প্রতি উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের নিশানা বাড়ছে। চলতি বছর মে মাসে জম্মু-কাশ্মীরের বদগামে অফিসে ঢুকে রাহুল ভট্ট নামে এক সরকারি কর্মীকে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনায় তোলপাড় পরে যায় উপত্যকায়। সেই রেশ কাটার আগেই কুলগামে খুন করা হয় এক স্কুল শিক্ষিকাকে। ফের পণ্ডিত হত্যার ঘটনা ঘটল মঙ্গলবার।
গত সপ্তাহে, বিহারের এক পরিযায়ী শ্রমিককে বান্দিপোরা জেলার সুম্বল শহরে সন্ত্রাসবাদীরা গুলি করে হত্যা করেছিল।
৪ অগাস্ট পুলওয়ামার গাদুরায় গ্রেনেড হামলায় বিহারের বাসিন্দা এক শ্রমিক এবং দু'জন আহত হয়েছিলেন।
এ বছর জম্মু কাশ্মীরে 'নিশানা হত্যা'য় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন, যাদের মধ্যে চারজন বাইরের রাজ্যের বাসিন্দা।