দিল্লি মদ কেলেঙ্কারির ঘটনায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কবিতাকে আজই জেরা করবে ইডি। ইতিমধ্যেই বাড়ির বাইরে জড়ো হয়েছেন দলীয় কর্মীরা। দিল্লি থেকে তেলেঙ্গানা, ইডি-সিবিআই দিল্লির কেলেঙ্কারির ঘটনায় অভিযান অব্যাহত রেখেছে। এদিকে আজই, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা এবং দলের এমএলসি কবিতাকে জেরা করবে ইডি। বিআরএস কর্মীরা ইডির এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এবং দলের প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের দিল্লির বাসভবনের বাইরে জড়ো হয়েছেন।
এর আগে শুক্রবার সংসদের চলতি বাজেট অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল প্রবর্তনের দাবিতে জাতীয় রাজধানীর যন্তর মন্তরে অনশন শুরু করেন কবিতা। শুক্রবার দিল্লিতে তার অনশনের কথা উল্লেখ করে তিনি তদন্ত সংস্থাকে শনিবার পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ স্থগিত করতে বলেছিলেন।
গ্রেফতার করা হয়েছে মণীশ সিসোদিয়াকে
দিল্লির আফগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম মনীশ সিসোদিয়াকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। তাঁকে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির একটি বিশেষ আদালত। ১৭ মার্চ পর্যন্ত ইডির হেফাজতেই থাকবেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
এর আগে এই মামলায় কবিতাকে হায়দরাবাদে গিয়ে ৭ ঘন্টা জেরা করে সিবিআই। এই দুর্নীতির মামলায় এরই মধ্যে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই দুর্নীতির জাল শুধু রাজধানীর মধ্যেই সীমাবদ্ধ নেই, দক্ষিণের রাজ্যেও ছড়িয়েছে, অন্তত এমনই দাবি সিবিআই ও ইডির।